মুরাদনগরে শিক্ষা সেবায় ১৩টি কলেজ-৩

মুরাদনগরে শিক্ষা সেবায় ১৩টি কলেজ
মুরাদনগরে শিক্ষা সেবায় ১৩টি কলেজ
বিভাগঃ  শিক্ষা
চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজঃ ১৯৯৫ খৃষ্টাব্দে মুরাদনগরের ৬ কিলেমিটার পশ্চিমে আলীরচর গ্রামে প্রফেসর শামসুল হক মোল্লা তাঁর বাবার নামে এ কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিষয়ের অধ্যাপক ছিলেন। ¯œাতক পর্যায়ে কলেজটিতে বিএ, বিএসসি, বিবিএস, এবং বিএসসি কোর্স চালু আছে। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী। কলেজ প্রতিষ্ঠার পর থেকে তাঁর আন্তরিকতা ও নিবির তত্বাবধানের কারণে কলেজটির ফলাফল সন্তোষজনক। তাঁর সঠিক দিক নির্দেশনার কারণে ২০১১ সালের এইচএসসি পরীক্ষায়  ৫জন ছাত্র জিপিএ-৫ পায় এবং তাদের মধ্য থেকে ৩জন সরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা লাভ কওে কলেজের সুনাম বৃদ্ধি করে।  “ভ্যাব ” নামক একটি সংস্থা কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতি বছর বৃত্তি প্রদান করছে। কলেজের বর্তমান অধ্যক্ষের নাম মোঃ মিজানুর রহমান। তিনি ২০১১ সাল থেকে এ পদে কর্মরত রয়েছেন এবং শিক্ষাসেবায় আন্তরিকতার সাথে কাজ করছেন। এ কলেজের অধ্যক্সেও সাথে যোগাগের নম্বরঃ ০১৭৫০-০০৫০৩৬
হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ ঃ বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মো ঃ সামছুল হক ১৯৯৪সালে আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে এ কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা মহোদয়ের সহধর্মীনীর নামে এ কলেজটির নামকরন করা হয়েছে। তিনি একই ক্যাম্পাসে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। ৩ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এ কলেজে ডিগ্রি শাখায় বিএ, বিএসএস, বিএসসিও বিবিএস কোর্স রয়েছে। এছাড়া এইচএসসি বিএম শাখাসহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রাম চালু আছে। গত বছর এ কলেজ থেকে ডিগ্রিতে পাশ করেছে ৯৪% ১ম বিভাগ পেয়েছে ৪ জন, ( এইচএসএসি বিএম ) শাখায় বিগত ৫ বছরে পাশের হার ১০০% । কলেজের বর্তমান অধ্যক্ষ লে. মো: আসাদুজ্জামান কলেজের ফলাফলে সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞ। এ খানে ছাত্র-ছাত্রীদের জন্য ছাত্রাবাসের ব্যবস্থা রয়েছে। আগামীতে অনার্স কোর্স খোলার ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে বলে অধ্যক্ষ মহোদয় জানান। কলেজের যে কোন ব্যপারে ০১৭১২-৫৫৮৪৩৫ এ নম্বরে তাঁর সাথে যোগাযোগ করা যাবে।
বাইড়া মোঃ আরিফ স্কুল এন্ড কলেজঃ  মুরাদনগরে দুটি স্কুল এন্ড কলেজ রয়েছে। এগুলোর মধ্যে এটি অন্যতম। কুমিল্লা সিলেট রোডের সিএন্ডবি নামক স্টেশনের পশ্চিম দিকে মনোরম পরিবেশে এ প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি প্রথমে স্কুল হিসেবে কার্যক্রম শুরু করলেও ১৯৯৬ সাল থেকে কলেজ সেকসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। বর্তমানে এ কলেজে অধ্যক্ষের  দায়িত্বে রয়েছেন -মোঃ কামাল উদ্দিন আহমদ। তার সুদক্ষ তত্বাবধানে মনোরম পরিবেশে কলেজের শিক্ষা কার্যক্রম প্রশংসনীয়ভাবে পরিচালিত হচ্ছে। এ কলেজের জরুরী যোগযোগ নম্বর ঃ ০১৭১৬-৫১৭৭০৭।
প্রকাশের সময়ঃ ০১/০৬/২০১৪

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.