স্বাস্থ্য বিধি উপেক্ষিত ।। কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভীড়!
Viral news bd # online verson
গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা জেলা প্রতিনিধি।।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর কুমিল্লা জেলার বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীর । গত ১৯ আগস্ট সরকারি ঘোষণায় পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার সংবাদে জেলাজুড়ে অসংখ্য বিনোদন ও পর্যটনকেন্দ্রে বাড়ছে দর্শনার্থীর ভীড়।দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছে কুমিল্লার বিনোদন স্পটগুলোতে। এর মাঝে স্বস্তি ফিরছে কুমিল্লার পর্যটন শিল্পসহ এ খাতে বিনোয়োগকারীরা। মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার চার মাস পর নতুনভাবে সেজেছে জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলো। ঐতিহাসিক কুমিল্লা কোটবাড়ির শালবন বিহার, ময়নামতি জাদুঘর, ১৬৫৮ সালে প্রতিষ্ঠিত শাহ সুজা মসজিদ, রূপবান মুড়া, ওয়ার সিমিট্টি, রূপসাগর, চিড়িয়াখানা-বোটানিক্যাল গার্ডেন, চণ্ডীমুড়া মন্দির, কুমিল্লা বার্ড, নীলাচল, কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর ও নগর উদ্যান, ড. আখতার হামিদ খান প্রতিষ্ঠিত কেটিসিসির দর্শনীয় স্থান, রানীর কুটির, রাজেশপুর ইকোপার্কসহ কোটবাড়ির বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকের উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নানা বয়সী মানুষের পদচারনায় মুখরিত হতে শুরু করেছে বিনোদন কেন্দ্রগুলো।
করোনায় মারা যাওয়া চলচ্চিত্র পরিচালক মুরাদনগরের মাসুদ কায়নাতের কর্ম ও সাধনা
করোনায় মারা যাওয়া চলচ্চিত্র পরিচালক মুরাদনগরের মাসুদ কায়নাতের কর্ম ও সাধনা
বিভাগ : ফিচার প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২১ ৫:৪৭ : অপরাহ্ণ
মমিন মোল্লা
মৃত্যুর সপ্তাহখানেক আগে নির্মাতা মাসুদ কায়নাতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাতেই তাঁর মরদেহ নিয়ে তাঁর স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ছোট ভাইসহ নিকট আত্মীয়রা রওনা হন গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মাসুদ কায়নাত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।
মাসুদ কায়নাতের বন্ধু লিটন এরশাদ ফেসবুকে দুটো ছবি পোস্ট করে তাঁর মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘বিদায় বন্ধু। করোনা তোকেও কেড়ে নিল। ফোন করে আর কখনো বলা হবে না, কই? দেখা হবে তো? কী নির্মম, শেষ বিদায়েও দেখা হলো না! আর দেখা হবে না। নতুন করে স্বপ্ন বোনা হবে না। এ রকম জটলা করে আর ছবিও উঠবে না। ওপারে ভালো থাকিস।’লিটন জানান, ৩ এপ্রিল দিবাগত রাতে তাঁকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি শুরু হয়। প্রাথমিকভাবে কোথাও জায়গা পাওয়া যায়নি। ভোর ছয়টার দিকে একটি হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়। সেখানে আইসিইউ খালি না হওয়ায় বিকেলে বনশ্রীর আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানেই মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী আর দুই সন্তানকে রেখে গেছেন মাসুদ কায়নাত।
মাসুদ কায়নাত মূলত বিজ্ঞাপনচিত্র নির্মাতা ছিলেন। দুই শতাধিক বিজ্ঞাপন বানিয়েছেন তিনি। চলচ্চিত্র, নাট্যনির্মাতা, উপস্থাপক হিসেবেও তাঁর পরিচিতি আছে। নিজের লেখা গল্পে তাঁর পরিচালিত একমাত্র চলচ্চিত্র ‘বেইলী রোড’। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নিলয় আলমগীরের। এখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন আঁচল আঁখি। ‘বেইলী রোড’ ছবিতে বাপ্পা মজুমদার আর মিলার গাওয়া ‘দেহ গেলে কি যায় বলো, মন গেলে তো সবই যায়’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই ছবির মাধ্যমেই প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন মিলা।তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মরহুমের ঘনিষ্ঠ বন্ধু লিটন মাসুদ কায়নাত বড় পর্দায় নতুন হলেও মিডিয়ায় বিজ্ঞাপনচিত্র নির্মাণের জন্য বেশ সুপরিচিত। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি। এছাড়া নির্মাতা হিসেবে মাসুদ কায়নাত-ই প্রথম বাংলাদেশি যিনি হিন্দি ভাষায় বিদেশী পণ্যের বিজ্ঞাপন দেশের বাইরে নির্মাণ করে আলোচিত হন।
ছোট পর্দার একজন উপস্থাপক হিসেবেও তাকে চেনেন অনেকেই। বৈশাখী টেলিভিশনে প্রচারিত আন্তর্জাতিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘লুক-থ্রো’ এবং এটিএন বাংলায় প্রচারিত টকশো ‘অন্যচোখে’-এর গ্রন্থনা ও উপস্থাপনায় তাকে দেখা গেছে। তিনি নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়েও একটি (বিএসআরএম প্রতিষ্ঠানের) টিভি বিজ্ঞাপন নির্মাণ করেন যা বেশ প্রশংসনীয় হয়েছিলো
মধুর সাথে রসুন ঃ যৌবন শক্তি বৃদ্ধি
মধুর সাথে রসুন ঃ যৌবন শক্তি বৃদ্ধি
এক কোয়া রসুন ধরে রাখতে পারে আপনার যৌবন
নিজের যৌবন চিরকাল ধরে রাখতে চান? তা হলে রসুন খান। কারণ রসুনে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা স্কিনকে সতেজ রাখে।

রসনাতে রসুনের গুণ আমরা সবাই জানি। কিন্তু রান্না ছাড়াও রসুনের বিবিধ গুণ রয়েছে। সে বিষয়ে অনেকেই জানি না। বিশেষ করে চুল আর ত্বকের পরিচর্যায় রসুন অব্যর্থ দাওয়াই।
রসুনের উপকারিতাগুলি একবার জেনে নেওয়াই যাক-
ব্রণ কমাতে
রসুনের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ব্রণ কমাতে বেশ সাহায্য করে। ব্রণর জন্য দায়ী ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নির্মূল করে। এর জন্য কাঁচা রসুনের একটা কোয়া চিবিয়ে খেতে পারলে ভালো। রোজ খেতে না পারলেও সপ্তাহে তিন চারদিন খান। রসুন খাবার পর ঠান্ডা জল খান।
ব্ল্যাকহেডস দূর করতে
আমাদের ত্বকে সাধারণত অতিরিক্ত তেল জমে ব্ল্যাকহেডস তৈরি হয়। ব্ল্যাকহেডস কমাতেও রসুন বেশ সাহায্য করে। কীভাবে?
একটু রসুন ও টম্যাটো মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। মুখে মেখে ১৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন করুন। এটা ব্ল্যাকহেডস দূর করবে যেমন, সঙ্গে ত্বককেও উজ্জ্বল করবে।
স্কিন এজিং নিয়ন্ত্রণে রাখতে
নিজের যৌবন চিরকাল ধরে রাখতে চান? তা হলে রসুন খান। কারণ রসুনে আছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা স্কিনকে সতেজ রাখে। স্কিন এজিং-এর একটা বড় কারণ হল ক্ষতিকর সূর্যরশ্মি। রিঙ্কেল, ফাইন লাইনস, এজ স্পট, ডার্ক স্পট থেকে স্কিনকে দূরে রাখে রসুন। শুধু কাঁচা রসুন ১ কোয়া মধু ও লেবুর সাথে চিবিয়ে খেতে হবে। তা হলেই দেখতে পাবেন রসুনের কেরামতি।
চুল পড়া কমায়
রসুন যেমন চুলের বৃদ্ধিতে সাহায্য করে, তেমনই অতিরিক্ত চুল পড়াও নিয়ন্ত্রণ করে। কয়েকটা রসুনের কোয়া কেটে নিয়ে স্ক্যাল্পে ঘষুন। বা রস ও করে নিতে পারেন। এই রস সপ্তাহে দু’দিন লাগান। এক মাসের মধ্যেই ফল পাবেন। এ ছাড়া অলিভ অয়েলের মধ্যে রসুন ভালো করে ফুটিয়ে সেই তেলটা স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। চুল পড়া বন্ধ হতে বাধ্য।
ত্বকের ইনফেকশন নিরাময়ে
মাঝে মধ্যেই তা হলে অবশ্যই কাঁচা রসুন চিবিয়ে খান। রোজ খেতে হবে না, এতে আবার পেট গরম হতে পারে। সপ্তাহে ৩-৪ দিন খান। স্কিন ইনফেকশন থেকে মুক্ত থাকবেন।
খুশকি কমাতে
খুশকি কমাতে অনেক টাকা খরচ করে নানারকম শ্যাম্পু কেনেন। কিন্তু বাড়ির এই সহজ উপাদানটি অনেক ভালো যে কোনও খুশকি স্পেশাল শ্যাম্পুর থেকে। রসুনের রস স্ক্যাল্পে লাগান। এতে চুল পড়াও যেমন কমবে, তেমনই খুশকিও কমবে।
চুল কালো রাখতে
অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? বাঁচার একমাত্র উপায় রসুন। কারণ রসুন এই অকালপক্কতা কমাতে দারুণ উপকারী। এর কারণ এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যেটা অকালপক্কতা নিয়ন্ত্রণ করে। এর জন্য কাঁচা রসুন চিবিয়ে খেলে তো ভালোই। সঙ্গে আরেকটি পদ্ধতিও দেখতেও পারেন। নারকেল তেলের মধ্যে কয়েক কোয়া রসুন ও একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এবার কম আঁচে ফুটিয়ে নিন। তেল ঠান্ডা হলে এটা ভিজে চুলে লাগান। ২০ মিনিট পর চুল ধুয়ে নিন। চুল থাকবে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল।

বাঙ্গরা বাজার থানা সমিতির বার্ষিক বনভোজন ও অভিষেক সভা অনুষ্ঠিত
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও নতুন কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সোনারগাঁ বাংলাদেশ লোক ও কারোশিল্প জাদুঘরে সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।