বাঙ্গরা বাজার থানা সমিতির বার্ষিক বনভোজন ও অভিষেক সভা অনুষ্ঠিত

এম কে আই জাবেদ, সোনারগাঁ থেকে:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা সমিতি ঢাকার বার্ষিক বনভোজন ও নতুন কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সোনারগাঁ বাংলাদেশ লোক ও কারোশিল্প জাদুঘরে সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মোঃ ফারুক। সংগঠনের সভাপতি এম এ জাহের মুন্সীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু ইসহাক রাজু, আলোচনা সভায় বক্তব্য রাখেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
ড. রফিকুল ইসলাম, ডেলটা মেডিকেল কলেজ হসপিটালের অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম,
মোঃ জসিম উদ্দিন এফসিএ, মিসেস মেরিনা আহম্মেদ, ব্যারিস্টার রাশেদ আহম্মেদ নিশাদ, বিশ্বজিৎ সরকার বিষু, এডঃ আলী আশরাফ তাজু, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, চাপিতলা ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভূইয়া, বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মুন্সি, নাজির আহম্মেদ কাজল, এইচ এম হাবিবুল্লাহ সুহেল প্রমূখ।

মোঃ কামরুল হাসান কেনাল, মোকছেদুর রহমান আবির ও বাহলুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: গাজী মোঃ আক্তারুজ্জামান, আব্দুল মোমেন, নিয়াজ মোঃ রিপন,  জামাল সিদ্দিক, মোঃ বাহার খান, আবুল বাশার খন্দকার, মজিবুল হক, ইমরান খান, আনোয়ার পারভেজ, ফজলুল বারী বিল্লাল, কাজী সফিকুর রহমান, মিজানুর রহমান, আসলাম হোসেন সরকার, আব্দুল্লাহ নজরুল, দিদার হোসেন খান, মোঃ ইব্রাহিম, ইকবাল বাহার, আবু কাউছার আল-আমিন সরকার,  সুহেল সরকার, এম কে আই জাবেদ, ইকেএম সেলিম প্রমূখ।

অনুষ্ঠানে এম এ জাহের মুন্সীকে সভাপতি ও আবু ইসহাক রাজুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। প্রায় ৬শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিক হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.