নিজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
" ডিজিটাল রিপোর্টিং "-এ   মমিন মোল্লার প্রশিক্ষণ লাভ

" ডিজিটাল রিপোর্টিং "-এ মমিন মোল্লার প্রশিক্ষণ লাভ

 নিজস্ব সংবাদদাতা।।মমিনুল ইসলাম মোল্লা ডিজিটাল রিপোর্টিং ও সম্পাদনা বিষয়ে রয়টার্স আয়োজিত অনলাইনে একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন । তিনি কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীনতম সাপ্তাহিক সংবাদপত্র "আমোদ' এর মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধি। তাছাড়া তিনি প্রভাষক কলামিস্ট ও মানবাধিকার কর্মী হিসেবে বিশেষভাবে পরিচিত।

সম্চাপলু করেছে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট ও রয়টার্স। তিনি বলেন, ‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’ নামের এই প্রশিক্ষণ বিনা মূল্যে করা যায়। বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিকের ৯টি দেশের সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে এই প্রোগ্রাম। নবীন এবং প্রভিন্স সংবাদিক গ্রহণ এ প্রশিক্ষণ গ্রহণ করে বিশেষভাবে উপকৃত হবেন। 

‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’টি চারটি মডিউলের মাধ্যমে - ডিজিটাল সংবাদ সংগ্রহ, যাচাইকরণ এবং রিপোর্টিং, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যকরভাবে প্রকাশ করা এবং সুস্থতা ও সহনশীলতা, এই প্রশিক্ষণ দেয়া হয়।


মমিনুল ইসলাম মোল্লা ১৯৯০ সালে খুলনা থেকে প্রকাশিত সাপ্তাহিক "গ্রামাঞ্চল' পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করে এ পর্যন্ত বহু প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।এর মধ্যে রয়েছে ( বি সি ডি জে সি) ও পিআইবির প্রশিক্ষণ । তিনি ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটির নিয়ন্ত্রণে মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা মূলক

নিউ জীত ছিলেন। তিনি বর্তমানে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ গ্রামে অবস্থিত সামছুল হক কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ে একজন প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া একজন মানবাধিকার কর্মী হিসেবে তিনি " নিরাপদ চিকিৎসা চাই " সংগঠনের কুমিল্লা জেলা কমিটিতে সিনিয়র সহ -সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন -শুধুমাত্র কাগজ-কলম নিয়ে সাংবাদিকতা করার দিন শেষ হয়ে গেছে। ডিজিটাল যুগে সাংবাদিকতা করার জন্য " ডিজিটাল জার্নালিজম " বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।






🎂 ৪৫ লাখ পাঠকের ভালবাসায় মমিন মোল্লা-

🎂 ৪৫ লাখ পাঠকের ভালবাসায় মমিন মোল্লা-



  🎂 অনলাইন পত্রিকার একজন সফল লেখক কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ নিবাসী মমিনুল ইসলাম মোল্লা তার পিতার নাম আব্দুছ ছাত্তার মাস্টার ৪৫ লক্ষ পাঠকের প্রিয় লেখক মমিন মোল্লাহালাল উপায়ে ব্যবসা মুনাফা লাভশির্ষক লিখাটির তিনি কালজয়ী লেখক  তিনি  কলেজ শিক্ষক, সাংবাদিক, মানবাধাকারকর্মী, সিডিএলজির ক্যাম্পেনার, মুক্তিযুদ্ধের গবেষক, ইসলামী কলাম লেখক হিসাবে বিশেষভাবে পরিচিত 
আমরা যারা এখনও পুরোনো অভ্যাসে রয়েছি,  সকালবেলা উঠে পত্রিকাটা হাতে না পেলে মনটা খারাপ লাগে এক কাপ গরম চা আর পত্রিকার নরম-গরম খবর যেন আমাদের জীবনের সাথে জড়িয়ে রয়েছে কিছুদিন আগেও আমরা সকলবেলা হকারের জন্য অপেক্ষা করতাম, কখন পত্রিকা দিয়ে যাবে আর এখন সে পত্রিকা আমরা রাত বারট্য়াই পেয়ে যাই- ইন্টারনেটের মাধ্যমে এছাড়া শুধু ইন্টারনেট ভিত্তিক পত্রিকাও রয়েছে এগুলো ২৪ ঘন্টায় কয়েকবার আপটুডেট করা হয়
পাঠকেরা সবসময় সৃজনশীল লেখা পছন্দ করেন লেখকগণ হয়তো সবসময় তাদের চাহদা পূরণ করতে পারি না পাঠকদের ভালবাসাই মমিন মোল্লার চলার পথের পাথেয় তিনি যদি সঠিকভাবে ইসলামের পথে বিচরণ করি তাহলে ভালবাসা ইসলামেরই জন্য তার প্রথম  নিউজ- “দেবিদ্বারে সন্তানের জননী উধাও সাপ্তাহিক গ্রামাঞ্চল, খুলনা   ফিচার-“চাঁদপুরের লঞ্চ দুর্ঘটনানিয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা বাজার পত্রিকয় ১৯৯২ সালে প্রকাশিত হয় ধর্মীয় লিখা- দৈনিক রুপসী বাংলায় -“ গরীব দুখীর ঈদ ১৯৯৩  সালে প্রকাশিত
গঠনমূলক  সমালোচনা করলে তার ভাল লাগে অহেতুক প্রশংসার চেয়ে যুক্তিযুক্ত সমালোচনা তিনি ভালবাসেন আলী (রাঃ) বলেছেনযে তোমার দোষ ধরে বন্ধু সেই জন  তিনি মনে করেন-ঘূণে ধরা সমাজকে বদলে দিতে নিজ নিজ পেশায় থেকে সামর্থ অনুযায়ী  প্রত্যোকের ভূমিকা রাখা উচিত নারীদের অবহেলা, বঞ্চনা নির্যাতনের কারণ অনুসন্ধান করে তাদেরসমস্যার সমাধানে  সকলের এগিয়ে আসা উচিৎ বলে তিনি মনে করেন এছাড়া আরবী শিক্ষিত নয় এমন নারীরা প্রত্যেক্ষভাবে ধর্মীয় জ্ঞান লাভের সুযোগ পান না তাই তিনি লেখালেখিতে নারীদের সাথে সম্পর্কিত বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য দেন এছাড়ানারী- অর্থ পরকাল নামে একটি বই প্রকাশের কাজ চলছে
বর্তমানে ১০০ টির অধিক অনলাইন পত্রিকায় তার লেখা রয়েছে তবে ২০১১ থেকেই এর শুরু প্রথম শুরু করেন  লন্ডন থেকে প্রকাশিত হলিউড বাংলা নিউজদিয়েগণতান্ত্রিক রাজনীতির স্থানীয়করণ চাই  শীর্ষক লিখাটিগুগলএখনও ভালভাবে সংরক্ষণ করে রেখেছে  এখন পর্যন্ত যে লেখাটিতে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে সেটি হচ্ছেহালাল উপায়ে ব্যবসা মুনাফা লাভএটি  এই লিংকে (যঃঃঢ়://নধহমষধ.ংড়সঢ়ঁৎহধ২৪.পড়স) আছে এখন পর্যন্ত এটি ৪৫ লক্ষ বার পঠিত হয়েছে  তিনি মুক্তিযুদ্ধের উপর (ঊহপুপষড়ঢ়বফরধ ড়ভ ইধহমষধফবংয ডধৎ ড়ভ খরনবৎধঃরড়হ চৎড়লবপঃ ) গবেষক হিসাবে কাজ করেছেন বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য অনলাইন ডকুমেন্টারীবাংলাপিডিয়াতে  মুক্তিযুদ্ধভিত্তিক তার একটি লেখা রয়েছে সেটি হচ্ছে  (৭১ এর শহীদদের স্মৃতি ব্রাহ্মনাড়িয়ার -  কুল্লা পাথর) আপনার ফেসবুক ওপেন করে সার্চবারে গিয়ে ইংরেজিতে (@সধসরহসড়ষষধয) লিখে সার্চ দিলে তার ব্যক্তিগত পেইজে ( কলামিস্ট মমিন মোল্লা) অনেক লেখা পাবেনএছাড়া  গুগল সার্চে পাবেন  মুরাদনগরের ৪০০ বছরের ঐতিহ্য জাহাপুর জমিদার বাড়ি মুরাদনগরের দৌলতপুরে  কাজী নজরুলের শ্বশুরবাড়ি এছাড়া (ওসধস.মড়া.নফ ) পাবেন - ভিক্ষুক মুক্তকরণে ইসলামের নির্দেশনা শীর্ষক লেখাটি  দৈনিক আলোকিত বাংলাদেশ,  দৈনিক যুগান্তর,  দৈনিক সমকালসহ দেশ -বিদেশের বাংলা ভাষায় প্রকাশিত বহু অনলাইন পত্রিকা, ব্লগ, পেইজ, গ্রুপ, ফেইসবুক, লিন্কড ইন সহ অনলইন মিডিয়ায় তার সহ¯্রাধিক লেখা প্রকশিত হয়েছে ধর্মীয় আর্টিকেল লিখার ক্ষেত্রে তার শিক্ষাগুরু দৈনিক যুগান্তরের ধর্ম জীবন পাতার বিভাগীয় সম্পাদক  মুফতী আহমদুল্লাহদৈনিক আলোকিত বাংলাদেশ, মাসিক আল জান্নাত আমাদের বাংলাদেশ ২৪ ডট কম ধর্মীয় ক্ষেত্রে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে আছি  মানুষের চাহিদা অফুরন্ত, জীবন সীমিত নির্দিষ্ট সমময়ের মধ্যে সকল কাজ করা অসম্ভব, তারপরও  তিনি পাঠকদের চাহিদা পূরণের চেষ্টা করছি ২০১০ সালে  ফিলিপাইন থেকে বাংলা ভাষায়  প্রচারিতরেডিও ভেরিতাস এশিয়া  থেকে শ্রেষ্ঠ কথিকা লেখক হিসাবে পুরস্কার লাভ তিনি  পুরস্কারের আশায় কেউ লিখেন না তবে মনিষীগণ বলেছেন, “ যে দেশে জ্ঞাণের কোন কদর নেই , সে দেশে জ্ঞাণী জন্ম গ্রহণ করেন না
লেখকঃমমিনুল ইসলাম মোল্লা,রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক,মুক্তিযুদ্ধের গবেষক ও অনুসন্ধানী সাংবাদিক 




সাংবাদিক মমিনুল ইসলাম মোল্লার ভগ্নিপতির ইন্তেকাল

সাংবাদিক মমিনুল ইসলাম মোল্লার ভগ্নিপতির ইন্তেকাল

সাংবাদিক মমিনুল ইসলাম মোল্লার ভগ্নিপতির ইন্তেকাল
সাংবাদিক মমিনুল ইসলাম মোল্লার ভগ্নিপতির ইন্তেকাল
February 15, 2015
আকতার হোসেন, সময় সংবাদ বিডি-
কুমিল্লাঃ দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, কলামিষ্ট, সাংবাদিক ও মুরাদনগর উপজেলার হায়দরাবাদ সামসুল হক কলেজের প্রভাষক মোঃ মমিনুল ইসলাম মোল্লার বড় বোন লুৎফা বেগমের স্বামী মফিজুল ইসলাম গাজী মবিন (৫৪)  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
শনিবার রাত ১টায় বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।
রোববার দুপুর ২টায় মরহুমের নিজ বাড়ি আবিদপুর গ্রামের জামে মসজিদ মাঠে জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Maminul Islam Mollah , lecturer, journalist & researcher has been involved in journalism for a long time. During this time he has written in more than a hundred papers. Spending time in print media, online newspapers and radio journalism.

Maminul Islam Mollah , lecturer, journalist & researcher has been involved in journalism for a long time. During this time he has written in more than a hundred papers. Spending time in print media, online newspapers and radio journalism.



Maminul Islam Mollah , lecturer, journalist & researcher has been involved in journalism for a long time. During this time he has written in more than a hundred papers. Spending time in print media, online newspapers and radio journalism. He roams news, views, features, columns, stories, poems, sub-editorial and editorial magazines in all walks of the world..মমিন মোল্লা, কুমিল্লা উত্তর।।01711713257

পৌরনীতি ও সুশাসন (২০২১ - ২০২২) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী:

১ লেখার সময় সাধারণ মানের বল পেন ব্যবহার করা যাবে। শুধুমাত্র কালো কালি দিয়ে স্পষ্টভাবে লিখতে হবে।

২ লেখার নিচে দাগ দেওয়ার জন্য কালো, নীল ,সবুজ কালি ব্যবহার করা যাবে।

৩ কোন প্রকার জেলপেন , জরি কলম ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকবে।

৪ কোন প্রকার মার্কার বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।

৫ খাতার উপরের বাম পাশের কোনায় সাদা সুতা দিয়ে বাঁধাই করতে হবে।

৬ পৃষ্ঠার উপরে ডানপাশে পৃষ্ঠা নাম্বার লিখবে ।
৭. প্রবন্ধ লেখার নিয়মে ভূমিকা উপসংহার লেখা যাবে না।
৮. ক, খ, গ ,ঘ পৃষ্ঠার উপরের অংশ থেকে লেখা শুরু করবে।
৯. হুবহু পাঠ্যপুস্তক বা অন্য কোন মিডিয়া থেকে সরাসরি অ্যাসাইনমেন্ট লেখা যাবে না। নিজস্ব জ্ঞান দক্ষতা ওজন ছিল তা কাজে লাগিয়ে এসাইনমেন্ট লিখতে হবে।
১০. নোট-গাইড ,ইন্টারনেট ,সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে এসাইনমেন্ট বাতিল হয়ে যাবে।