Maminul Islam Mollah , lecturer, journalist & researcher has been involved in journalism for a long time. During this time he has written in more than a hundred papers. Spending time in print media, online newspapers and radio journalism. He roams news, views, features, columns, stories, poems, sub-editorial and editorial magazines in all walks of the world..মমিন মোল্লা, কুমিল্লা উত্তর।।01711713257
পৌরনীতি ও সুশাসন (২০২১ - ২০২২) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী:
১ লেখার সময় সাধারণ মানের বল পেন ব্যবহার করা যাবে। শুধুমাত্র কালো কালি দিয়ে স্পষ্টভাবে লিখতে হবে।
২ লেখার নিচে দাগ দেওয়ার জন্য কালো, নীল ,সবুজ কালি ব্যবহার করা যাবে।
৩ কোন প্রকার জেলপেন , জরি কলম ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকবে।
৪ কোন প্রকার মার্কার বা ফ্লুইড ব্যবহার করা যাবে না।
৫ খাতার উপরের বাম পাশের কোনায় সাদা সুতা দিয়ে বাঁধাই করতে হবে।
৬ পৃষ্ঠার উপরে ডানপাশে পৃষ্ঠা নাম্বার লিখবে ।
৭. প্রবন্ধ লেখার নিয়মে ভূমিকা উপসংহার লেখা যাবে না।
৮. ক, খ, গ ,ঘ পৃষ্ঠার উপরের অংশ থেকে লেখা শুরু করবে।
৯. হুবহু পাঠ্যপুস্তক বা অন্য কোন মিডিয়া থেকে সরাসরি অ্যাসাইনমেন্ট লেখা যাবে না। নিজস্ব জ্ঞান দক্ষতা ওজন ছিল তা কাজে লাগিয়ে এসাইনমেন্ট লিখতে হবে।
১০. নোট-গাইড ,ইন্টারনেট ,সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে এসাইনমেন্ট বাতিল হয়ে যাবে।