পরিমনির বিরুদ্ধে যুক্তিহীন কথাবার্তা বলছেন, তারা সমাজবিশ্লেষণে অক্ষম, অথবা পুরুষতান্ত্রিক মানসিকতা দ্বারা অাক্রান্ত। মানুষের সংস্কৃতি গড়ে উঠে উৎপাদনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। সেজন্য দেখা যায়, কৃষক-শ্রমিক শ্রেণীর সংস্কৃতি, ফরিয়াদের সংস্কৃতি, ব্যাংকের টাকা লুটপাটকারীদের সংস্কৃতি, দেহব্যবসায়ীদের সংস্কৃতি, মধ্যসত্বভোগীদের সংস্কৃতি, চাকুরিজীবীদের সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয়। একইভাবে কালো টাকার মালিকদের সংস্কৃতি কখনো সাদা হয় না। এখন প্রশ্ন হলো, পরিমণীদের তৈরি করার ক্ষেত্রে কোন অর্থ ব্যয় করা হচ্ছে? সেটা কি সাদা, না কালো?
তবে বর্তমান সমাজে নারীর অধিকারের প্রশ্নে মানুষের দৃষ্টিভঙ্গী অাগের থেকে কিছুটা পাল্টেছে, এবার সেটাই প্রমানীত হয়েছে। যেমন- মানুষ প্রশ্ন করেছে-১)পরিমণি কি ভয়ংকর ধরণের সন্ত্রাসী তাকে ধরতে কয়েকশ পুলিশকে বাড়ি ঘেরাও করতে হবে?; ২) তার বাড়িতে যেসব মাদক পাওয়া গেছে, এমন মাদক প্রভাবশালী বহু ব্যক্তিদের বাড়িতে পাওয়া যাবে; ৩) তাকে বার বার রিমান্ড নেয়ার কারণ কি! ৪) সে কি একাই অপরাধী? তার বাড়িতে যারা যাতায়াত করে, তাদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন?,,,,ইত্যাদি। পরিমনীর উছিলায় সমাজের মানুষ প্রশ্ন করা শিখল, এটাই অামাদের অগ্রগতি।
