গত ৪ সেপ্টেম্বর -২০২১ দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি' ঢাকার কার্যকরী প
রিষদের এক সভা ঢাকার মতিঝিলে আব্দুল মান্নান সরকার সাহেব এর অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয় যে-
১। আগামী অক্টোবর -২০২১ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার অভিজ্ঞ ডাক্তারদের সহযোগিতা ও তত্ত্বাবধানে দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে বিনামূল্যে চক্ষু শিবির বাস্তবায়ন করা হবে। কাজিয়াতল গ্রামে চক্ষু শিবির বাস্তবায়নের সার্বিক ব্যবস্হাপনার দায়িত্ব পালন করবেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি' ঢাকার নেতৃবৃন্দ। ব্যবস্হাপনার মূল ভূমিকায় থাকবেন সমিতির সহ-সভাপতি (দারোরা) ইঞ্জিনিয়ার রমিজ উদ্দিন সরকার, জনাব মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন, জনাব সফিউল্লা সরকার সাহেব সহ অন্যন্য নেতৃবৃন্দ ।
২। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি, এইচএসসি এবং মাদ্রাসা সমমানের পরীক্ষায় এলাকার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিতব্য স্মরনিকায় লেখা দিতে সকলকে অনুরোধ জানানে হয়। স্মরনিকায় অতিথিদের বানী, কৃতি শিক্ষার্থীদের ছবিসহ তথ্য, সমিতির সদস্যদের নাম-ছবি এবং লেখা সন্নিবেশ করার কাজ চলছে। স্কুল - কলেজ খোলার পর তারিখ নির্ধারণ করে সকলকে জানানো হবে। ছবিতে উপস্হিত নেতৃবৃন্দের একাংশ দেখা যাচ্ছে।
