মুরাদনগর থানা পুলিশ আপনাদের সেবা দিতে সর্বদায় প্রস্তুত : ওসি মনজুর আলম

মমিন মোল্লা, মুরাদনগর, কুমিল্লা
মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম বলেছেন এ উপজেলার সর্বস্তরের জনগণকে সেবা দিতে সর্বদায় প্রস্তুত আছেন মুরাদনগর থানা পুলিশ। পুলিশকে ভয় পাবেন না পুলিশ আপনাদের সেবক। ২৪ঘন্টা আপনাদের সেবা দিতে প্রস্তুত আছি যেকোন অভিযোগ, অনিয়ম আমাদের জানান আমরা সেবা দিতে ছুটে যাব আপনাদের কাছে। আমরা যারা পুলিশ বাহিনীতে কর্মরত আছি আমরা আপনাদের কারো সন্তানের মত কারো ভাইয়ের মত চাকুরীর বাহিরে আপনাদের মত আমাদের একটা পরিবার আছে। তাই পুলিশকে ভয় না পেয়ে আপনাদের পরিবারের একটি অংশ হিসেবে সবসময় ভাববেন। আর যেকোন সমস্যায় থানা পুলিশের কাছে আসবেন পুলিশ আপনাকে সর্বাত্মক সহযোগীতা করবে। মুরাদনগর থানা এলাকা এখন মাদক, ডাকাতি, চুরি, ছিনতাই, ইভটিজিং ও সন্ত্রাস নিয়ন্ত্রনসহ আইন শৃংখলার ব্যপক উন্নয়ন হয়েছে, মুরাদনগর থানার সর্বত্রই এখন শান্তিপুর্ণ পরিবেশ বিরাজ করছে। বুধবার উপজেলা সদর ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি একেএম মনজুর আলম এসব কথা বলেন। এসআই আব্দুল গোফরানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক(তদন্ত) নাহিদ আহম্মেদ, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.