মুরাদনগর কুমিল্লাঃ কুমিল্লা মুরাদনগর
উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক
আব্দুল মজিদ কলেজের পূর্ব পাশে রাবেয়া বসরী মহিলা মাদ্রাসার নিজস্ব জায়গায় শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে মাদ্রাসার নতুন আঙ্গিনায় প্রতিষ্ঠাতা হাফেজ নজরুল ইসলামের সঞ্চালনায় রামপুর (হোমনা) মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল মোত্তালিব খান সাহেবের সভাপতিত্তে এতে প্রধান অতিথি ছিলেন করিমপুর মহিউ সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ ,উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর বাজার
কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মা: মো,সফিকুল ইসলাম ,তেমুরিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার মোহতামিম মাও,আবু হানিফ সরকার , বি চাপিতলা পীর সাছুল হূদা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাও : মোখলেছুর রহমান ,মাও: মিজানুর রহমান ,.রামচন্দ্রপুর কলেজ
মসজিদের খতিব মাও,জাকির হোসেন , তেমুরিয়া জামে মসজিদের খতিব মাও: মোহাম্মদ উল্লাহ ,মাও , আবু হানিফ ,হাফেজ আলআমিন ,মাও,বায়েজিদ আহমেদ আল আযাদী ,মুফতী ইফতেখার আহমেদ ,হাফেজ মনির ,হাজী ইব্রাহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রকাশঃ24/01/20
