কুমিল্লার বিভিন্ন স্থানে একাধিক
প্রতিষ্ঠান/সামাজিক সংগঠন ও ব্যক্তির উদ্যোগে বসানো হয়েছে অনেক টিউবওয়েল।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধীনে নির্মিত
গাঙ্গেরকুট-কুরবানপুর রাস্তার আন্দিকুট ইউনিয়ন অংশে প্রায় ২০ টির মতো টিউবওয়েল
রয়েছে।
তবে গত ১১ ফেব্রুয়ারি ২০২০ একযোগে প্রায়
অনেকগুলো টিউবওয়েল গায়েব হয়ে যায়।
এগুলোর মধ্যে আন্দিকুট উচ্চ বিদ্যালয়
মোড়,টাউয়ার মোড়,আন্দিকুট কমিউনিটি ক্লিনিকের টিউবওয়েল, কইশারসোনারামপুর ও
সোনারামপুর পূ. পাড়া কেন্দ্রীয় ঈগগাহের টিউবওয়েল ইত্যাদি অন্যতম।
স্থানীয় প্রবাসী মো: হাবিবুর রহমান(সুমন)
নিজ উদ্যোগে পথচারী ও সাধারন স্থানীয় জনগণের পানির ঘাটতি পূরণে ব্রিজের পাশে একটি
টিউবওয়েল স্থাপন করেন।
সকালে টিউবওয়েল গায়েবের খবর পেয়ে সামাজিক
যোগাযোগ মাধ্যমে টিউবওয়েল চোর ধরিয়ে দিতে পারলে ৫ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা
দেন।(ক)
স্থানীয়দের মতে, একটি সুসংগঠিত চক্র অনেক
দিনের গুপ্ত পরিকল্পনার মাধ্যমে এই কাজ করে থাকতে পারে।
এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ
কামনা করেছে
