![]() |
| মুরাদনগরে নিখোঁজ হওয়ার ১৬ দিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার |
😩নিখোঁজ
হওয়ার ১৬ দিন পর শুক্রবার দুপুরে ডোবা থেকে মুতিউর রহমান (৬৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত
লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়নের
হাড়পাকনা গ্রামের মৃত আব্দুল মজিদ মাস্টারের ছেলে। গত ৩০ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ
ছিলেন।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় মাগবির
নামাজ পড়ার কথা বলে মুতিউর রহমান বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও পরে মাইকিং করেও সন্ধান না পেয়ে তার ছেলে জাকির হোসেন
গত ১ ফেব্রুয়ারি থানায় একটি জিডি করে। শুক্রবার সকালে বাড়ি থেকে আনুমানিক ৪০০ গজ দূরের
একটি ডোবাতে কয়েকজন লোক মাছ ধরার জন্য ফেনা পরিষ্কার করতে গেলে পানিতে লাশ দেখতে পায়।
তখন এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহালপূর্বক লাশ উদ্ধার করে।
স্থানীয়রা লাশটি মুতিউর রহমানের বলে শনাক্ত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি থানায়
নিয়ে আসে। মুতিউর রহমানের স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন।মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ জানান, ওই ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। শনিবার কুমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে স্থানান্তর করা হবে।
