মা ও শিশু স্বাস্থ্য সেবায়- দেবিদ্বারের ১৮ হাসপাতাল-২


মা ও শিশু স্বাস্থ্য সেবায়- দেবিদ্বারের ১৮ হাসপাতাল-২


দেবিদ্বার মেডিকেল সেন্টারঃ দেবিদ্বারে অবস্থিত বেসরকারি হাসপাতাল এন্ড ডায়গনস্টিক মালিক সমিতির  সভাপতি মেজবাহ উদ্দিন (খোকন) বলেন “দেবিদ্বারে ১৮ টি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার রয়েছে।
এগুলোতে শেয়ার হোল্ডার প্রায় ২০ হাজার, ১ হাজার কর্মকর্তা ও কর্মচারী স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখছে। তারা কম খরচে উন্নত মানের সেবা দেয়ার চেষ্টা করছে”। তিনি দেবিদ্বার মেডিকেল সেন্টারের এমডি ও চেয়ারম্যান। এখানে হার্ট, লিভার ও কিডনী – ডা. সৈয়দ ফজলুল ইসলাম এবং স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন- ডা. শাহীন সুলতানা। এছাড়া রয়েছেন প্যারালাইসিস বিশেষজ্ঞ ও সার্জন-ডা. এ মোস্তফা, চর্ম ও যৌন- সোলাইমান হোসেন, নাক কান গলা- ডা. জাকির হোসেন, শিশু- ডা. এএসএম আতিকুর রহমান, হাঁড় ভাঙ্গা-ডা. আর কে খান, মেডিসিন-ডা. শাহ জালাল ভূইয়া, শ্বাসকষ্ট-ডা. আহসানুল হক মিলু। এ হাসপাতালটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে নিজস্ব এম্বুল্যান্স সার্ভিস, অত্যাধুনিক এনালাইজার ও কমখরচে সিজার করা হয়। এ প্রতিষ্ঠানের জরুরি নাম্বারঃ ০১৮১৯-১৭৭০৭৮ ও ০১৮১৯-১৭৭০৭৮০।
নিউ পপুলার ডায়গনস্টিক সেন্টারঃ
এটি দেবিদ্বার নিউমার্কেট, বাসস্ট্যান্ড, (আজগর হোটেলের ২য় তলায়) এ ঠিকানায় ১৯৯৬ সাল থেকে শুরু করে সাফল্যের সাথে এগিয়ে চলছে। এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ইসিজি, প্যাথলজি, এক্সরে, আলট্রাসনোগ্রাম ও প্যারালাইসিস রোগীদের ফিজিও থেরাপী দেয়া হয়। ম্যানেজিং ডিরেক্টর মকবুল হোসেন মুকুল (সাবেক জিএস)এর তত্তাবধানে এখানে ডা. স্মৃতি কর ও ওমর ফারুক মুন্সীর আন্তরিক প্রচেষ্টায় সূক্ষ্ণভাবে ডায়াগনসিস করা হয়। এ প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষণিকভাবে যোগযোগ করা যাবে ০১৯৪০-১০৮৬৮২, ০১৯৪০-১০৮৬৮২ এ নম্বরে।
দেবিদ্বার সেন্ট্রাল হসপিটালঃ
২০০৭ সালে এটি নিউমার্কেটের মাস্টার প্লাজায় স্থাপিত হয়। এ প্রতিষ্ঠানের সাথে ০১৮১২-০৮৯৩৭২ ০১৮১২-০৮৯৩৭২ এ নম্বরের সার্বক্ষণিকভাবে যোগাযোগ করা যাবে। এখানে ডা. বিশ্বজিৎ পাল, ডা. সুলতানা রাজিয়া, ডা. সুমন কান্তি চৌধুরী, ডা. খোকন চন্দ্র মজুমদার, ডা. শামসুদ্দোহা ভূইয়া ও ডা. আহসানুল হক মিলু নিয়মিত চিকিৎসা দেন।
ইবনে সিনা হসপিটালঃ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উল্টোদিকে দেবিদ্বার ইবনে সিনা হসপিটাল (প্রাঃ) লিঃ আবস্থিত। ২০০৪ সাল থেকে এটি নিজস্ব এম্বুল্যান্স, সকল প্রকার অপারেশন, গরীবদের ফ্রি চিকিৎসা ও কম খরচে ২৪ ঘন্টা  সার্ভিস দেয়া হয় বলে জানান ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর সরকার। এখানকার ডাক্তারদের মধ্যে ডা. শাহীন সুলতানা এফসিপিএস, (সার্জন), ডা. বাসুদেব দাস (কমিউনিটি  মেডিসিন), ডা. নজরুল ইসলাম শাহীন (কসমেটিক সার্জারী), ডা. নাসির উদ্দিন (মেডিসিন), ডা. জাকির হোসেন (নাক, কান, গলা), ডা. মিনহাজুর রহমান তারেক (হাড়ভাঙ্গা) ও ডা. মতিউর রহমান খন্দকার ( দন্ত) বিশেষভাবে উল্লেখযোগ্য। এ হাসপাতালের জরুরী নাম্বার-০১৮১৯-৬৮০৯২৯ ০১৮১৯-৬৮০৯২৯  (অসমাপ্ত) 02  02  2013


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.