বাংলা ভাষার সঙ্গে বহু
বিদেশী শব্দ মিশে আছে। আসুন ভাষার মাসে আমরা পুরোপুরি বাঙ্গালী হয়ে
যাই।এজন্য যথাসম্ভব বিদেশী ভাষা ব্যবহার ত্যাগ করতে হবে।ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা
ভাষায় ব্যবহৃত
বিদেশি শব্দগুলোর
মধ্যে ফারসি
শব্দই সবচেয়ে
বেশি। ফারসি শব্দ : বাংলায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:—(১) ধর্মসংক্রান্ত শব্দ: (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: (৩) বিবিধ শব্দ:
চলুন ধর্ম সংক্রানত শব্দ -গুনাহ ,পরহেজগার ,
খানকাহ, দরগাহ ,জায়নামাজ ,নামায–রোজা,
সুপারিশ,ফরিয়াদ ,ঈদগাহে , মৌলভি ,বান্দা,শাদি
খোদা, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, দোজখ,
, পয়গম্বর, ইত্যাদি বর্জন করি।
