মৃত্যু-পরবর্তী জীবন
কুরআনের বর্ণনানুযায়ী হযরত ইসরাফিল
আ. শিঙ্গায় মুখ
লাগিয়ে আল্লাহর
নির্দেশের অপেক্ষায়
রয়েছেন। এটি
এমন এক শিঙ্গা
যার আওয়াজে নভোমন্ডল
ও ভূমন্ডলের সবাই
মৃত্যুবরণ করবে।
তবে এসময় ফেরেস্তাগণ
জীবিত থাকবেন বলে
জানা যায়। শিঙ্গায়
প্রথমবার ফুঁক
দেয়ার পর সবকিছু
ধ্বংস হয়ে যাবে।
তারপর আবার ফুৎকার
দিলে সবাই জেগে
উঠবে। এ ফুৎকারের ...