যাত্রাপুরে মাহফিল অনুষ্ঠিত ইসলাম মজলুমের জন্য, জালিমের জন্য নয়: — রুহুল আমীন


হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীর সবচেয়ে বড় মজলুম ছিলেন উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন বলেছেন, ‘ইসলাম মজলুমের জন্য, জালিমের জন্য নয়। মজলুমদের সাথে সবসময় আল্লাহ থাকেন। আমাদের নবী (সা.) ও মজলুম ছিলেন। তাই মজলুম হওয়ার নবীজী (সা.)-এর সুন্নাত। আর মজলুম ব্যক্তিকে আল্লাহও পছন্দ করেন।’
সোমবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে আয়োজিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বক্তব্যে তিনি বলেন, ‘এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বানিয়েছন। তা এত বিপুল, যা পরিসংখ্যান করা সম্ভব নয়। আমাদের উপর আল্লাহর বিশেষ নেয়ামত হলো ‘ঈমানের নেয়ামত’। তিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, মুমিন বানিয়েছেন’।
ঈমানের নেয়ামতের বৈশিষ্ট্য উল্লেখ করে মাহফিলের প্রধান আলোচক জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ইমাম হোসেন বলেন, ‘কেউ ইচ্ছে করলেই ঈমানের নিয়ামত পাবে না, হেদায়াত পাবে না। আল্লাহ যাকে ইচ্ছে তাঁকে হেদায়াত দিয়ে থাকেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যারা পবিত্র কুরআন ও হাদীস নিয়ে রিসার্চ করছে, তবুও হেদায়াত পাচ্ছে না, ঈমানের নেয়ামত পাচ্ছে না। অথচ আমরা কোন কষ্ট ছাড়া অতিসহজেই ঈমানের নেয়ামত পেয়ে গেছি। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি।’
মাহফিলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদের পৃষ্টোষকতায় ও হাফেজ ক্বারী আবু আবদুল্লাহ মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমীন উপস্থিতিতে তাশরিফ আলোচনা করেছেন জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শায়খ ইমাম হোসেন, তরুন অত্যন্ত জনপ্রিয় বক্তা শায়খ ড. মাসুদ বিন আবদুল্লাহ ও বিজয় টিভির ধর্মীয় আলোচক ড. আইনুদ্দিন আল আইনী প্রমূখ।
মাহফিল আয়োজক কমিটি সর্বস্তরের ধর্মপ্রাণ জনগণকে সম্মেলনে অংশ নেয়ায় আন্তরিক শুভেচ্ছা জানান।মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.