মুরাদনগরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ



জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার সম্পাদক বেলাল হোসেন ভূইয়ার ওপরে হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কুমিল্লা জেলা ও মুরাদনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হামলা কারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।
দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুরাদনগর প্রেস ক্লাবের উপদেষ্টা আক্তার হোসেন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, দৈনিক সরেজমিন পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি এ আর আহম্মেদ হোসাইন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোহনা টিভির তৌহিদুর রহমান, যুগান্তরের সুমন সরকার, যায়যায়দিনের জালাল আহম্মেদ, বিজনেস বাংলাদেশের সফিকুল ইসলাম, অনলাইন এস টিভি নিউজ বিডির স্টাফ রিপোর্টার কে এম শারফিন শাহ, আমাদের কুমিল্লার এন এ মুরাদ, সকালের সময়ের দেলোয়ার হোসেন, মাতৃভূমির খবরের মনির হোসেন, আমাদের নতুন সময়ের ফাহাদ রহমান, ভোরের পাতার মাহফুজুর রহমান, সরেজমিনের রাসেল মিয়া, সরেজমিনের দেবিদ্বার প্রতিনিধি রুহুল আমিন হাজারি, এস টিভি বাংলার আবুল কালাম মজুমদার, সময়ের আলোর রায়হান চৌধূরী, স্বদেশ প্রতিদিনের অনিক হাসান, এস টিভি নিউজ বিডির হোমনা প্রতিনিধি মোঃ হাসান প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার মালিবাগ ফরচুন টাওয়ারে অবস্থিত জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকা অফিসে একদল যুবক তালা ভেঙ্গে মালামাল লুটপাটের চেষ্টা করে। সোমবার সকালে ভবন মালিকের কাছে অভিযোগ দিতে সরেজমিন পত্রিকার সম্পাদক বেলাল হোসাইন ভবনে প্রবেশ করলে কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে বিকেল ৫টা পর্যন্ত আটকে রেখে চাঁদার টাকার জন্য মারধর করে। সুযোগ বুঝে ৯৯৯ নম্বরে কল করলে রমনা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে আবির নামের এক যুবককে আটক করে পত্রিকাটির সম্পাদক বেলাল হোসাইনকে উদ্ধার করে।
 মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
আপলোড 03/03/20
মঙ্গলবার বিকেলে মুরাদনগর প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.