মুরাদনগরে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ভষ্মিভ‚ত হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মূহর্তের মধ্যেই ওই গ্রামের মুকবল মিয়ার ছেলে মফিজ মিয়ার একটি চৌচালা আধাপাঁকা টিনের বসতঘর সহ আরো দুটি ঘর পুড়ে সম্পূর্ন ভষ্মিভ‚ত হয়ে যায়।
স্থানীয়রা জানায়, ধারনা করা হচ্ছে ঘরের মধ্যে বিদ্যুৎতের লাইনের ক্রটি থাকায় তা থেকে আগুনের সূত্রপাত হয়। উপস্থিত লোকজন কারো কাছেই ফায়ার সার্ভিসের নাম্বার না থাকায় জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইনে ফোন করে মুরাদনগর ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার এক ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পৌছেন।কিন্তু ততক্ষনে এলাকাবাসীর সহযোগিতায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে চলে আসে।
ভুক্তভোগী মফিজ মিয়া বলেন, আগুন কিভাবে লেগেছে তা বলতে পারছি না। আমাদের পরিবারের সকল সদস্যরা ঘরের বাহিরে ছিল। হঠাৎ ঘরের মধ্যে আগুন দেখে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশীরা এসে দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে ঘরে থাকা আসবাপত্র, ফ্রিজ, টিভি, স্বর্নালংকার, নগদ টাকাসহ ঘরের মধ্যে রাখা বিভিন্ন রকমের ফসল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।আগুনের ভয়াবহতা খুব বেশি ছিল যার কারনে ঘর থেকে কোন কিছুই বের করে আনা সম্ভব হয়নি। এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, জাতীয় জরুরী সেবা ত্রিপল নাইনের ফোনের মাধ্যমে জানতে পারি অগ্নিকান্ডের খবর। এবং আমরা ঘটনাস্থলে দ্রæত পৌছাই ততক্ষনে এলাকাবাসীর সহযোগীতায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে চলে আসে। প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
মুরাদনগর প্রতিনিধি০৫/০৩/২০


