Mobile court for controlling market in Muradnagar: Tk 17,000 fine

করোনা ভাইরাস আতঙ্ককে পূঁজি করে নিত্যপণ্যের মজুদ ও মূধ্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইলকোর্ট পরিচালনাসহ বিভিন্ন ভাবে বাজার মনিটারং করা হচ্ছে। এসময় মূল্যবৃদ্ধির অভিযোগে জেলার মুরাদনগরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বৃহষ্পতিবার জেলার মুরাদনগর উপজেলার বৃহৎ পাইকারি আরদ কোম্পানীগঞ্জ বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে মুরাদনগর উপজেলা প্রশাসন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ মোবাইলকোর্টের মাধ্যমে দু’জন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এব্যাপারে মুরাদনগর নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, আমরা প্রতিটি বাজার মনিটরিং করছি এবং পণ্যের দাম নিয়ন্ত্রণে জরিমানাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি।
তিনি বলেন, কোম্পানীগঞ্জ বাজারে পেয়াজের দাম কেজি প্রতি ১০টাকা বেশি দরে এবং চালের দাম বস্তা প্রতি ১০০ থেকে দেড়’শ টাকা বেশি দরে বিক্রি করায় দু’জন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিটি দোকান ও আড়তে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.