Sumon kills E for an autorickshaw একটি অটোরিকশার জন্য ই খুন করে সুমনকে




কুমিল্লা বাঙ্গরা বাজার থানাধীন পিপড়ীয়া - উত্তর পেন্নই গ্রামের রাস্তার পাশে খাল থেকে অটো ড্রাইভারের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম মোঃ সুমন মিয়া( ১৭) পিতা মোঃ ইসমাইল গ্রাম পূর্বহাটি থানা বাঞ্ছারামপুর  সে একটি  বেটারী চালিত অটো রিক্সা  চালাত, গত ৬/৩/২০২০ রোজ শুক্রবার  রাত অনুমানিক ৮ টা থেকে ৯ টার মধ্যে  ফরদাবাদ - রামচন্দ্রপুর রোড থেকে গাড়ি সহ নিখোঁজ হয়  সুমন, শুক্রবার রাতেই আনুমানিক ১২টা থেকে ৩ টার মধ্যে চারজন কু চক্রের সদস্য সহ গাড়িটি  আটক করে দেবিদ্বার থানার দেব পুরের নাইট গার্ডরা কিন্তুু চারজন ছিনতাই কারি নাইট গার্ডদের ফাকি দিয়ে গাড়িটি রেখে পালিয়ে যায়, শনিবার  সকালে তার গাড়িটি  পুলিশ  হেফাজতে দেবিদ্ধার থানায় নিয়ে আসে  কিন্তুু ছেলেটিকে খুঁজে  না পাওয়ায় তার বাবা বাদী হয়ে গত শুক্রবার  বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন,বাঞ্ছারামপুর মডেল থানার ওসি তদন্ত রাজু আহমেদ ও এস আই রফিকুল ইসলামের প্রচেষ্টায় বাঞ্ছারামপুর থানাধীন দড়িকান্দি গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে আব্দুল কাদির জিলানীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে সুমনকে খুন করে লাশ ঘুম করার কথা স্বীকার করে এবং রবিবার সন্ধায় লাশ ঘুমের স্থানে পুলিশ কে নিয়ে আসে, বাঙ্গরা বাজার থানার ওসি তদন্ত অমর চন্দ্র দাশ ও সেকেন্ড অফিসার এস আই জীবন রায় চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ও বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন, এ ব্যপারে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দীন চৌধুরী বলেন আমরা একজন আসামী গ্রেফতার করে তার জবানবন্দি অনুযায়ী লাশ উদ্ধার হয়েছে , যেহেতু ঘটনাটি বাঙ্গরা বাজার থানাধীন, মামলার কার্যক্রম বাঙ্গরা বাজার থানায় ই চলবে।  এ ব্যপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  কুমেকে প্রেরণ করেছি, মামলার প্রস্তুতি চলছে, তদন্ত অনুযায়ী সকল আসামীদের গ্রেফতার করা হবে। মুরাদনগর থেকে হাফেজ নজরুল

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.