মুরাদনগর উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে এক অগ্নিকান্ডে তিনটি দোকানসহ দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী বাজারের মোহন মিয়ার হার্ডওয়্যার ও জালাল মিয়ার লেপ-তোষকের দোকনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানীরা। এর মধ্যে মোহন মিয়ার হার্ডওয়্যার দোকনের মালামাল পুড়েছে প্রায় ২৭ লাখ টাকার।
রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্ধেশ্বরী বাজারের মোহন মিয়ার হার্ডওয়্যার ও জালাল মিয়ার লেপ-তোষকের দোকনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানীরা। এর মধ্যে মোহন মিয়ার হার্ডওয়্যার দোকনের মালামাল পুড়েছে প্রায় ২৭ লাখ টাকার।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জালাল মিয়ার লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশ-পাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন মুরাদনগর ফায়ার সার্ভিসে ফোন করলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে জালাল মিয়ার ২টি লেপ-তোষকের দোকান ও সাথে থাকা মোহন মিয়ার হার্ডওয়্যারের দোকানসহ তিনটি দোকানের সকল মালামাল পুড়ে যায়।
এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার আবদুর রব জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনি তবে আগুনের সূত্রপাত হওয়ার এখনো কোন নিদিষ্ট কারণ পাওয়া যায়নি।মমিন মোল্লা,কুমিল্লা উত্তর।।
শেয়ার করুন

