কবিতা

কবিতায় আঁকি-বুকি
স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি 
নির্যাতিত মানুষের গৌরব,
 স্বাধীনতা তুমি
 সুজলা সুফলা বাংলায় এনেছ সৌরভ।
 স্বাধীনতা তুমি ।
 বাঙ্গালীদের জুগিয়েছ নতুন উদ্দীপনা, 
স্বাধীনতা তুমি
স্বামীহারা বোনকে দিয়েছ সান্ত্বনা।
 স্বাধীনতা তুমি
স্বৈরাচারের অবসান, 
স্বাধীনতা তুমি।
 দীর্ঘ দিনের সংগ্রামের অবদান।
 স্বাধীনতা তুমি । 
বাঙ্গালীদের চিরকাম্য, 
স্বাধীনতা তুমি 
ভেদাভেদ দূর করে আনবে সাম্য।
-মোঃ মমিনুল ইসলাম।
**********************************
নবাবী 
নবাবী মানেই কি
 সন্ত্রাসী আর চাদাবজী ?
নবাবী মানেই কি 
অস্ত্রের ভাষায় কথা বলা ?
নবাবী মানেই কি 
মাথার খুলি উড়িয়ে দেওয়া ?
নবাবী মানেই কি 
ক্ষমতার পাগলা হাওয়া ?
মোঃ মমিনুল ইসলাম
**********************************


মৃত্যুদন্ড

এবার কোথায়
 যাবি রাজাকার?
 একাত্তরের সৈনিকরা
 হয়েছি একাকার ।
এবার বোধ হয়
 লাগছে ভয়,
 সাধারণ ক্ষমা 
তোর জন্য নয়।
 আমরা যখন মরেছি 
তখন তোদের মুখে ছিল হাসি 
আর রেহাই নেই 
এবার তোদের হবে ফাঁসি ।
মোঃ মমিনুল ইসলাম
**********************************


মসনদ
মসনদের কারণে  জীবন হারাল 
জাতির জনক মুজিব
 জীবন হারাল 
ভারতের রাজীব।
 রাক্ষসে প্রাণ নিল 
জাতির জনকের
 ইন্দিরার প্রাণ নিয়েও পেট ভরেনা 
ডাইনি ,রক্ত শোষকের। 
আরো কত প্রাণ যাবে 
শুধু জানেন প্রভু,
, তবুও রাজনীতি করব
হার মানবো না কভু।
মোঃ মমিনুল ইসলাম
**********************************


বাংলা ভাষা 

বাংলা আমার।
মায়ের ভাষা, 
বাংলা আমার।
প্রাণের ভাষা। 
বাংলা ভাষায়।
জীবন গড়ি,
বাংলা নিয়ে।
গর্ব করি।
মোঃ মমিনুল ইসলাম 
**********************************

ভয়ে ভয়ে 

বিশ্ববিদ্যালয়ের কটি বছর 
কেটেছে ভয়ে ভয়ে ,
সর্বদা ভীত থেকেছি 
অস্ত্রধারীদের বিজয়ে ।
শিক্ষা জীবনের শীর্ষে উঠেও
 জীবনের নিরাপত্তা নাই ,
ছাত্র শিক্ষক রাজনীতিবিদ 
সন্ত্রাস দমনে এক হওয়া চাই ।
মোঃ মমিনুল ইসলাম 
**********************************

কালো যখন হয় সাদা
আমাকে এত দুর্বল করলে কেন খোদা,
 অন্যের ইচ্ছাতে চলতে হয় কালোকে বলতে হয় সাদা।
 মাঝে মাঝে বলশলীরা চরাও হয় আমার উপর,
 নির্বিঘ্নে চালায় ' অত্যাচারের স্টীম রোলার। 
অন্যায়কে প্রতিহত করার শক্তি আমায় দাও,
 নির্যাতিতকে বল দাও ,অত্যাচারীকে জ্বালাও পোড়াও।

--মোঃ মমিনুল ইসলাম।
**********************************




কোন রকমে বেচে আছি

সতেরো বছর ধরে
 দাঁড়িয়ে আছি এক যায়গায় ,
নড়িতে পারি না 
আটকে আছি কাদায়। 
একটু এগুলে 
আবার যাচ্ছি পিছিয়ে, 
কোন রকমে বেঁচে আছি
 দেহটাকে আকড়িয়ে ।
--মোঃ মমিনুল ইসলাম
**********************************

আর কত রক্ত চাও তুমি ?
বায়ান্নতে  রক্ত দিছি
রাখতে ভাষার মান. 
মাতৃভাষা বাংলা তবে 
প্রাণের প্রতিদান।
 একাত্তরে রক্ত দিলাম 
স্বাধীনতার জন্য,
 স্বাধীনতা ফিরে পেয়ে
রক্ত হল ধন্য।
 স্বাধীনতার পথটি ধরে |
  সামনে চলি মনে প্রাণে,
 রক্ত দিল শতেক জন
এরশাদীয় আন্দোলনে
 হে আমার
প্রানপ্রিয় জন্মভূমি,
 এত রক্ত পেয়েও ক্ষান্ত হওনি
আর কত রক্ত চাও তুমি ?
মোঃ মমিনুল ইসলাম
**********************************

স্বাধীনতা বিরোধীদের হাতের মুঠোয়

আমি স্বাধীনতার জন্য 
হরিয়েছি আমার মাকে,
পাক-হানাদারেরা
ধরে নিয়ে গেছে বাবাকে,
সে আজও ফিরে আসেনি ঘরে  
পঙ্গু হয়ে বেঁচে আছি আজো আমি,
দুঃখ নেই-তবুও পেয়েছি
কাংখিত স্বাধীনতা।
 কিন্তু তাদেরকে ফিরে পাইনি
যাদেরকে হারিয়েছি ,


আমি স্বাধীনতার জন্য ।
বুকের খুন দিয়েছি,
 তাতে আমার দুঃখ নেই।
কিন্তু মনে বড় ব্যাথা পাই
 যখন দেখি স্বাধীনতা বিরোধীদের
হাতের মুঠোয় 
আমার রক্তে  গড়া দেশটা ।

মোঃ মমিনুল ইসলাম
**********************************







মা

এ জগতে সবচেয়ে ভালবাসি
 আমার মাকে
 তিনি আমার গুরুজন
প্রভূর পরেই স্থান দেই তাকে
 তিনি আমার মঙ্গলকামী
 আমি যে তার প্রজা, 
দুষ্টমিতে দেন বাধা
 অন্যায় করলে সাজা  ।
সুখে দুঃখে সাথী আমার
 প্রিয় জননী,
আজীবন আমি
তার কাছে ঋণী ।
মোঃ মমিনুল ইসলাম 
**********************************






জীবন হল ধন্য

দিন নেই রাত নেই
 হাল দেই জমিতে 
আরাম আয়েশ ভুলে গিয়ে
 কাজ করি পানিতে।
 জৈষ্ঠ্যের খরা কিংবা 
আষাঢ়ের বাদল, 
কিছুই ভাঙ্গতে পারে না
 মোদের মনোবল।
 মাথার ঘাম পায়ে ফেলে
 খাদ্য যোগাই সবার জন্য, 
কৃষক্ হয়েছি বলে
 জীবন হল ধন্য।
মোঃ মমিনুল ইসলাম 
**********************************


নববর্ষ মানে

নববর্ষ মানে একটি নতুন ক্যালেন্ডার
 নববর্ষ মানে সঠিক সময় নতুন শপথ করার।
 নববর্ষ মানে নতুন আশা, 
নববর্ষ মানে স্মৃতিতে নতুন বাসা। 
নববর্ষ মানে শুভ- হালখাতা 
নববর্ষ মানে অলিখিত দিনপঞ্জির পাতা ।
মোঃ মমিনুল ইসলাম
**********************************



সে দিন আনমনে

বাসন্তি মলয়ে গা ভাসিয়ে 
অনেককেই ‘লাভ সী’তে 
হাবুডুবু খেতে দেখছি , 
সেখানে চরণ রাখিনি। 
জানিনা সেদিন আনমনে
 ক্যানো যেন তোমার পানে
চেয়েছিলাম, চোখ ফেরাতে পারিনি |
 কোকিলের গান শুনে
 কেউ নিলয়ে অর্গল টেনে দিলে 
বসন্তকেই বুঝি অপমান করা হয়। 
তাই, তোমাতে রেখেছি চরণ
 কাটব সাতার ধীরে ধীরে
 ডুবে যাব অথৈ সাগরে।
- -হৃদয় কুটুম 
**********************************


দল বেধে সবাই পালিয়ে গেল

চোখকে আর 
বিশ্বাস করতে পারছিনা প্রভু।
 চোখের সামনে খুন হল দুজন 
কিছুই করতে পারিনি তবু | 
ওরা মাত্র গুটি কতেক
 রাইফেল উচিয়ে বলল 
কেউ একটু এগুলে 
তোদের শির মাটিতে লুটাবে। 
ওদের হুশিয়ারী শুনে। 
দল বেধে সবাই
 পালিয়ে গেল, 
ওরা খুন করল দু'জন।
--মোঃ মমিনুল ইসলাম
**********************************



সোনালী দিনের প্রত্যাশায়

প্রতীক্ষার প্রহর কাটছে
একটি দিনের প্রত্যাশায়, 
একটি শুভ্র দিন
অপরাধ যেখানে কালিমা লেপেনি,
 অকারনে কাঁদেনি কেউ
ঝড়েনি কোন প্রাণ।

 পত্রিকার পাতায় দুঃখের ছোঁয়া নেই
আনন্দের ফোয়ারা বইছে দিবা নিশি । 
ইতিহাসের স্বর্ণলিপিতে
  আছে কি তার সন্ধান ? 
কিংবা জোতিষীর ল্যন্সে
আলো ফেলবে কি সে ? 

কোন জাদুর পাথর।
দিতে পারবে কি খোঁজ ?
 কবে আসবে সেদিন ?
. আ –জী-ব-ন অপেক্ষায় থাকব
 সেই সোনালী দিনের প্রত্যাশায়।
মোঃ মমিনুল ইসলাম 







শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.