শিরোনামঃ
বাংলাদেশের পরিস্থিতি বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ
সংবাদপত্রঃ
বাংলাদেশভলিউম ১: নং ৪
তারিখঃ
২৪ সেপ্টেম্বর, ১৯৭১ বাংলাদেশের পরিস্থিতি
বিশ্বশান্তির জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।জাতিসংঘের মহাসচিব ইউ
থান্ট, সোভিয়েত রাষ্ট্রপতি নিকোলাই
পডগোর্নি ভারতীয় রাষ্ট্রপতি ভিবিগিরি এবং অঅফগান রাজা মুহাম্মদ জহির শাহ এশিয়ার শান্তির
লক্ষ্যে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক সমঝোতা
আহবান করেছেন।
ইউ থান্টঃ গত সপ্তাহে
এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের
মহাসচিব, ইউ থান্ট, পুনর্ব্যক্ত
করেন যে, বাংলাদেশের পরিস্থিতি
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার
জন্য বিরাট হুমকি।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দেওয়া তার
২০ জুলাই এর স্বারকলিপির
প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ
গ্রহন না করায় তিনি
দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও মনে করেন,
স্থিতিশীল অবস্থা পুনরুদ্ধার না
হলে, ভারত থেকে অধিকাংশ
শরণার্থীদের
ফিরে আসার কোনো সম্ভাবনা
নেই।