কুমিল্লার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান শফিউল আলম গ্রুপের অক্সিজেন মানবদেহের জন্য বিশ্বমানের অক্সিজেন । বুয়েটের দুইটি টিম পরীক্ষা করে লিখিতভাবে এ স্বীকৃতি দিয়েছে।তাদের পরীক্ষায় এখানে উৎপাদিত অক্সিজেনের গড়মাত্রা ৯৮ পেয়েছে। গত ১৬/৮/২১ সর্বশেষ পরীক্ষার ফল দেয় বুয়েট।
এর আগে অনেকেই পরীক্ষা না করে নানা মন্তব্য করেছিলেন। এখন আর কোন সংশয় নেই। অক্সিজেনের এ সংকটকালে এই অক্সিজেন কাজে লাগাতে প্রশাসনসহ সকলে ভূমিকা রাখতে পারেন। এতে মানুষ উপকৃত হবে।
যার ব্যবহার বৃহত্তর কুমিল্লা-নোয়াখালীর করোনারোগীদের জীবন বাঁচাতে কাজে লাগতে পারে।
এখন করোনার ভয়াবহ তান্ডব । দুই তৃতীংশ রোগীরই অক্সিজেন লাগছে। আর এ ক্ষেত্রে অক্সিজেনের সংকট মোকাবেলায় স্থানীয় প্রশাসন শফিউল আলম গ্রুপকে( এস এ এস গ্রুপ) কাজে লাগাতে পারে।
এ প্রতিষ্ঠানে ৩ টি উচ্চ ক্ষমতা সম্পন্ন অক্সিজেন তৈরীর মেশিন রয়েছে। যে মানের মেশিনে বাংলাদেশ অক্সিজেন (বিওসি) ও লিন্ডা অক্সিজেন তৈরী করে থাকে সেই মেশিন ।শুধু বাতাস থেকে সংগ্রহ করে মায়নাস ১৫০ (-১৫০) ডিগ্রী তাপমাত্রায় এসএএস গ্রুপ ৯৯.৯ মানের ওই অক্সিজেন তৈরী করা যায় ,যা বিশ্বমনের ।
ঢাকা চট্টগ্রামের বাইরে বাংলাদেশের পূর্বাঞ্চলে কুমিল্লায়ই এ অক্সিজেন তৈরী হচ্ছে। নিজেদের প্রয়োজনে শফিউল আলম গ্রুপ অক্সিজেন তৈরী করলেও করোনার এ ক্রান্তিকালে বিশ্বমানের ওই অক্সিজেন কাজে লাগিয়ে এ এলাকার মানুষের জীবন রক্ষার কাজে লাগতে পারে।
বিওসি ও লিন্ডার অক্সিজেনের মত মানবদেহের জন্য শতভাগ উপযোগী এ অক্সিজেন চেষ্টা করলে নামমাত্র মূল্য বা উৎপানমূল্যেও নেয়া যেতে পারে।
মাননীয় সংসদ সদস্য মহোদয়সহ জেলা প্রশাসন, কুমিল্লা বিষয়টি ভেবে দেখতে পারেন। সাইয়েদ মাহমুদ পারভেজ, কুমিল্লা।