মো. আবুল বাশার সরকার ।।
( হোমনা) কুমিল্লার
হোমনায় এক
নারীর গলা থেকে স্বর্ণের
চেইন ছিনতাই কালে সাথী
আক্তার (২০)নামের ছিনতাইকারীকে ধরে পুলিশে
সোপর্দ করেছে জনতা।
আজ মঙ্গলবার দুপুরে হোমনা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীর
কবলে পরা নারী আকলিমা আক্তার বি,বাড়িয়া জেলার
বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের মোতাহার হোসেনের স্ত্রী। ভুক্তভোগী আকলিমা
আক্তার জানান,করোনার টিকা নিতে হোমনা
হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকা
অবস্থায় কয়েকজন মহিলা ছিনতাইকারী আমার
গলার স্বর্ণের চেইন নিয়ে পালানোর
চেষ্টা করলে, আমার চিৎকারে লোকজন
তাকে আটক করে।
পরে হাসপাতাল
কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে
পুলিশ এসে তাকে থানায়
নিয়ে যায়। আমি থানায় একটি
অভিযোগ করেছি।
