কুমিল্লার হোমনায় মাদকসেবী যুবকের কারাদন্ড
মো. আবুল বাশার সরকার ------------------------- কুমিল্লার হোমনায় মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের অভিযোগে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযানে এই দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে এই দণ্ড দেন। দণ্ডিত যুবক জেলার মুরাদনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের অভিযোগে আলমগীর হোসেন নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে
