নিজস্ব
প্রতিবেদক | ১৮ আগস্ট , ২০২১
সব শিক্ষার্থীকে
অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে
অনুসরণ করতে সব স্কুলগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ষষ্ঠ থেকে নবম শ্রেণির
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এসব
শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
প্রকাশ করেছে মাধ্যমিক ও
উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ
করা হয়। ৬ষ্ঠ থেকে ৯ম
শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট
তুলে ধরা হলো।
জানা গেছে, গতবছরের মতই
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির
শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট
ও নির্ধারিত কাজ দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি
মেনে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুর্নবিন্যাস
করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যহত
রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা
করা হয়েছে বলে জানিয়েছে
শিক্ষা অধিদপ্তর। কোন
শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের
মুখে না পড়ে সে
বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট
ও নির্ধারিত কাজ ছাড়া কোন
ধরণের পরীক্ষা বা বাড়ির কাজ
শিক্ষার্থীদের দেওয়া যাবে না।অনলাইনে
বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের
অ্যাসাইনমেন্ট দেয়া এবং গ্রহণ
করতে বলা হয়েছে স্কুলগুলোকে।