২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিকল্প উপায়ে।
এবার যেহেতু নৈর্বচনিক বিষয়ের পরীক্ষা হবে, তাই কেন্দ্রসংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা
নেই। ২০২১সালেরএসএসসি-এইচএসসিপরীক্ষাবিকল্পউপায়েনেওয়াহবে।নৈর্বচনিকবিষয়েদেড়ঘণ্টারপরীক্ষায়প্রতিবেঞ্চেএকজনকরেপরীক্ষার্থীবসবেবলেজানাগেছে।সম্প্রতিশিক্ষামন্ত্রীডা. দীপুমনিবলেছেন, করোনাপরিস্থিতিঅনুকূলেথাকলেআগামীনভেম্বরেরমাঝামাঝিএসএসসিএবংডিসেম্বরেরপ্রথমসপ্তাহেএইচএসসিপরীক্ষানেওয়ারহবে।এবারএসএসসিওএইচএসসিউভয়ক্ষেত্রেইগ্রুপভিত্তিকতিনটিনৈর্বচনিকবিষয়েছয়টিসংক্ষিপ্তপরীক্ষানেওয়াহবে।তবেশিক্ষার্থীদেরপ্রশ্নবাচাইকরারসুযোগবাড়ছে।আগে১০টিপ্রশ্নেরমধ্যে৭-৮টিরউত্তরকরতেহলেওএবারকরতেহবেচারটি।শিক্ষাবোর্ডসংশ্লিষ্টরাজানান, এবারযেহেতুনৈর্বচনিকবিষয়েরপরীক্ষাহবে,
তাইকেন্দ্রসংখ্যাবাড়ানোরকোনোপরিকল্পনানেই।প্রতিবেঞ্চেএকজনকরেশিক্ষার্থীবসিয়েপরীক্ষানেওয়াহবে।আবশ্যিকবিষয়থাকলেযেকেন্দ্রে৫০০শিক্ষার্থীরপরীক্ষানেওয়াহতো, আবশ্যিকবিষয়নাথাকায়সেইকেন্দ্রেপরীক্ষার্থীরসংখ্যাহবেবড়জোড়১০০জন।
ফলে
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে
কোনো সমস্যা হবে না। যদি
কোনো শিক্ষার্থীর নৈর্বচনিক বিষয় পদার্থ, রসায়ন
ও উচ্চতর গণিত থাকে,
তাহলে তাকে এই তিন
বিষয়ের ছয়টি পত্রে পরীক্ষা
দিতে হবে। তিন
ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। রচনামূলক
অংশে নম্বর থাকবে ৩৫
ও এমসিকিউ (মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন) থাকবে
১৫ নম্বরের। তবে
প্রশ্নপত্র এখন যেভাবে হয়,
সেভাবেই হবে। ফলে
শিক্ষার্থীদের প্রশ্ন বাছাই করার
ক্ষেত্রে বেশি সুযোগ থাকবে। এছাড়াও
আগে যেখানে ১০টি প্রশ্নের
মধ্য থেকে আটটির উত্তর
দিতে হতো, সেখানে চারটির
উত্তর দিতে হবে।
আর প্রতি বিষয়ে মোট
নম্বর ১০০ নম্বরের বদলে
৫০ নম্বরের পরীক্ষা হবে। তবে
৫০ নম্বরকে ১০০তে রূপান্তর করে
পরীক্ষার ফল দেওয়া হবে। আন্তঃশিক্ষা
বোর্ডের সভাপতি ও ঢাকা
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান,
এসএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের
প্রস্তুতি শেষ। এইচএসসি
ফরম পূরণের কাজ চলছে।
চলতি মাসের মধ্যে
এ পরীক্ষার প্রস্তুত্তি শেষ হয়ে যাবে। এখনও
এ দুটি পাবলিক পরীক্ষা
নেওয়ার পুরো পরিস্থিতি অনূকূলে। প্রতি
বেঞ্চে একজন করে শিক্ষার্থী
বসিয়ে পরীক্ষা নেওয়া হবে।
আবশ্যিক বিষয় থাকলে যে
কেন্দ্রে ৫০০ শিক্ষার্থীর পরীক্ষা
নেওয়া হতো, আবশ্যিক বিষয়
না থাকায় সেই কেন্দ্রে
পরীক্ষার্থীর সংখ্যা হবে বড়জোড়
১০০ জন। ফলে
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে
কোনো সমস্যা হবে না।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.