প্রিয় বন্ধু সহ শ্রদ্ধেয় সবাইকে বর্তমান এই মহামারী পরিস্থিতিতে বলছি , যখনি নিউজ ফিড দেখি বা কোন আত্মীয়, স্বজন, বন্ধুদের বাসায় ফোন করছি-যখন খবরা খবর নিচ্ছি সবাই দয়াময় অল্লাহর রহমতে ভালো আছেন সুসংবাদের প্রত্যাশায়, তখনই জানতে পারছি যে অনেকেই অসুস্থ বা বিভিন্ন শারীরিক ও মানসিক যন্ত্রনায় ভুগছেন। শুনে মনটা ভরাক্রান্ত হয়ে যায়।
অনেকেই ঢাকায় আসেন উন্নত চিকিৎসার জন্য এসেই যখন কেউ ফোন করে সহযোগিতা করতে তখনই বিভিন্ন পরিচিতদের দারস্থ হই।
এই শহরে স্বার্থের জন্য বিবেক বিসর্জন হয়-
তাহলে আপনি কি করে, আদর্শের সংজ্ঞা লিখবেন?
বর্তমান প্রেক্ষাপটে একজন ভালো মানুষ খোঁজে পাওয়া খুবই কঠিন বিষয় তবে অবশ্যই ভালো মনের মানুষ আছে,এমন কিছু প্রিয় মানুষের ভালবাসা পেয়ে আমি সিক্ত, কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ, এই ভালবাসা স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য।
একটা বিষয় আমি খুব ক্লিয়ার যে,যেখানে মানুষের স্বার্থ জড়িত নাই , সেখানে মানুষের আসল রুপ দেখতে পাওয়া যায় ।
একজন মানুষ যদি জানতো, তার মৃত্যুর পর কত দ্রুত সবাই তাকে ভুলে যাবে, সে আর কাউকে সন্তুষ্ট করার পেছনে না পড়ে একমাত্র তার রবকে খুশি করার জন্যই উঠে পড়ে লেগে যেতো। তাই আমাদের উচিৎ বেশি ভালো কাজ করা।মানুষের জন্য কাজ করা।
আজকে এমন একজন মানুষের কথা বলছি যিনি পেশায় ভালো একজন চিকিৎসক তিনি দুটো সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর, অপরদিকে নিজের এলাকায় বিভিন্ন সেবামূলক কার্যক্রমে জড়িত থাকার পাশাপাশি দ্বীন কায়েমের জন্য প্রতিষ্ঠিত করেছেন আধুনিক মননশীল মাদ্রাসা যেখান থেকে বেরিয়ে আসছে শতশত মেধাবী শিক্ষার্থী এবং বেরিয়ে পড়ছে মানবতার সেবায়।
পেশাদার দায়িত্ব পালন করার পরও মানবিক কাজের প্রতি ভালবাসার কমতি নেই। যখনই কোন অসহায় হত-দরিদ্র মানুষের সহযোগিতা বা কোন প্রকার অসুস্থ সিরিয়াস রোগী বা রোগীর অর্থনৈতিক সমস্যা ইত্যাদি যেকোনো মানবিক কাজে জন্য ফোন করি বা কর্মস্থলে যাই, সর্বোচ্চ গুরুত্বসহকারে সমস্যার কথা শোনে চেষ্টা করেন সর্বোচ্চ সহযোগিতা করার জন্য কোনদিন নাবোধক বাক্য ব্যবহার করেননি আলহামদুলিল্লাহ। ওনার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন নিজের এলাকার অনেকেই তারাও চেষ্টা করেন এলাকার রোগীদের সর্বোচ্চ সেবা দিতে।
তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্ভুক্ত যাত্রাপুর গ্রামের কৃতি সন্তান,
ডাঃরফিকুল ইসলাম) আমার একজন প্রিয় মানুষ । সর্বোপরি তিনি একজন সমাজ সেবী যিনি বছরে প্রায় দীর্ঘ বছর যাবত মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আরো বহুবিধ কল্যাণকর কাজ তিনি সমাজ উন্নয়নে করে চলেছেন । তিনি একজন সমাজসেবক এবং কল্যাণকামী মানুষ হিসেবে এলাকায় জনপ্রিয় ,সবার ভালোবাসার মানুষ সর্বজন শ্রদ্ধেয় । আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আংকেল কে উত্তম প্রতিদান দান করেন ও দীর্ঘ নেক হায়াত দান করেন এবং মানব সেবায় নিবেদিত থেকে এভাবেই মানুষের ভালবাসা বুকে নিয়ে হেটে চলুক নিরন্তর। মানুষের জন্য ভালোবাসা বুকে নিয়ে নিরন্তর হেঁটে চলুন পৃথিবীর পথে; ভালো থাকুন ভালোবাসায়।আজ হবে গতকাল, গতকাল হবে মহাকাল,শুধু থেকে যাবে ভালোবাসা চিরকাল!!
ডাঃরফিকুল ইসলাম) আমার একজন প্রিয় মানুষ । সর্বোপরি তিনি একজন সমাজ সেবী যিনি বছরে প্রায় দীর্ঘ বছর যাবত মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আরো বহুবিধ কল্যাণকর কাজ তিনি সমাজ উন্নয়নে করে চলেছেন । তিনি একজন সমাজসেবক এবং কল্যাণকামী মানুষ হিসেবে এলাকায় জনপ্রিয় ,সবার ভালোবাসার মানুষ সর্বজন শ্রদ্ধেয় । আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আংকেল কে উত্তম প্রতিদান দান করেন ও দীর্ঘ নেক হায়াত দান করেন এবং মানব সেবায় নিবেদিত থেকে এভাবেই মানুষের ভালবাসা বুকে নিয়ে হেটে চলুক নিরন্তর। মানুষের জন্য ভালোবাসা বুকে নিয়ে নিরন্তর হেঁটে চলুন পৃথিবীর পথে; ভালো থাকুন ভালোবাসায়।আজ হবে গতকাল, গতকাল হবে মহাকাল,শুধু থেকে যাবে ভালোবাসা চিরকাল!!
সর্বোপরি, বর্তমানে এই মহাদুর্যোগ মহামারী থেকে দয়াময় আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন এবং নিরাপদ ও সুস্থ রাখেন এই দুয়া মনপ্রাণ দিয়ে করি।মা'আসালাম।
