সোমবর কুমিল্লার মুরাদনগরের পানডুঘর দরবারে কবর জিয়ারতে এসেছিলেন বিশ্বনন্দিত মোফাচ্ছেরে কোরআন আল্লামা মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব হুজুর। গ্রাম, এলাকা ও দরবারের ভক্তবৃন্দরা হুজুরকে আন্তরিক অভ্যর্থনা জানান। বিশেষ করে গ্রামের যুবকদের প্রতি আমি অত্যান্ত কৃতজ্ঞতা জানান দরবারে মাওলানা জিলানী । যুবকেরা দীর্ঘ সময় কষ্ট করে হুজরের সার্বিক অভ্যর্থনা ও বিদায়ের ব্যাবস্থা করেন।
জিয়ারত শেষে হুজুর আগত মুসুল্লিগনকে লক্ষ করে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন। জনাব জিলনী চিশিতি বলেন, আল্লাহ কারীম হুজুরের এই সফরকে কবুল ও নিরাপদ করুন। আমাদের সকলকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করুন।