কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৭। মৃত্যু ০২জনের।

Viral News bd # Online news version

নেকবর হোসেন।। কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৩৭জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১দশমিক ৫%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০২ জন। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৬ টা দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,২৭ আগস্ট বিকেল থেকে ২৮ আগস্ট বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে পঞ্চান্ন জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে সদর দক্ষিণের পাঁচজন,আর্দশ সদরের একজন,বুড়িচংয়ের তিনজন,চৌদ্দগ্রামের একজন, বরুড়ার আটজন,মেঘনায় একজন ,দেবিদ্বার চারজন, লাকসাম সাতাশজন,লালমাই একজন,চান্দিনায় ছয়জন, দাউদকানদি উপজেলার ঊনিশজন রয়েছে! যারা মারা গেছেন তাদের মধ্যে চৌদ্দগ্রাম একজন ও নাঙ্গলকোটে একজন রয়েছে। মৃতদের মধ্যে দুইজনেই নারী । জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৮৭জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১১জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৭জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩০ হাজার ৬৬৫ হয়েছে। সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.