বদহজমে মুড়ি বা জলমুড়ি

 

বদহজমে মুড়ি বা জলমুড়ি 


অসুখের পথ্য থেকে সান্ধ্য আড্ডায় চায়ের সঙ্গী বঙ্গজীবনের অঙ্গ হল মুড়ি (Muri) স্বাস্থ্যের দিক দিয়েও মুড়ির গুণ অশেষ (Health benefits of Muri or Puffed Rice) বাংলা বাইরেও মুড়ি খাওয়ার প্রচলন আছে মুরমুরা (Murmura), কুরমুরা (Kurmura), মারামারালু-সহ একাধিক নামে পরিচিত মুড়ি

বদহজমে মুড়ি বা জলমুড়ি খেতে দেওয়ার রীতি অনেক দিন ধরেই প্রচলিত মুড়ির প্রভাবে খাবার ভাল হজম হয় সেইসঙ্গে গ্যাস, অম্বল, পেটফাঁপা, বুকজ্বালার মতো সমস্যায় মুড়ি জুড়িহীন এমনকি, মুড়ির খাদ্যগুণ সারিয়ে দেয় পেপটিক আলসারের মতো অসুখও

মুড়িতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট আছে এছাড়াও আছে খনিজ বা মিনারেলস ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে যকৃতের সংক্রমণ, জ্বর, সাধারণ সর্দিকাশি, গলায় সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত অন্য সমস্যায় মুড়ি খাওয়ার জন্য দেওয়া যায় নির্ভাবনায়

মুড়ি এমন একটা খাবার, যা নিশ্চিন্তে খেতে পারেন উচ্চরক্তচাপ লো ব্লাড প্রেশার, দুই সমস্যার রোগীরাই ছাড়া হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, স্ট্রোকের ক্ষেত্রেও মুড়ি হল পথ্য

মুড়িতে সোডিয়ামের মাত্রা কম ক্যালরি ফ্যাটও প্রায় নেই তাই যাঁরা ডায়েট করছেন তাঁদের জন্যও মুড়ি আদর্শ ছোট ছোট ডায়েটে ভেঙে সারাদিন খাওয়ার মাঝে সঙ্গী করুন পরিমিত পরিমাণে মুড়ি বেশি খেলে কিন্তু উল্টে ওজন বেড়ে যেতে পারে

একাধিক গুণ থাকলেও মুড়িরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে মুড়ির গ্লাইসেমিক ইনডেক্স বেশি কার্বোহাইড্রেডের অংশও অনেক তাই মধুমেহ রোগীদের মুড়ি বেশি না খাওয়াই ভাল


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.