নাও ওঠিয়ে করোনা

বেড়ে গেছে অন্যায়- অত্যাচার জুলুম আর নির্যাতন, হয়েছে অনেক পাপ। তাই প্রভু, দিয়েছেন অভিশাপ-করোনা মহামারি। ধ্বংস হচ্ছে-জাতির ভাগ্য, মেধা আর মনন। কোথায় এখন প্রতাপশালি -কোথায় তাদের দম্ভ, মহামারি করোনা তাদের -করেছে হতভম্ব। শিক্ষা কেন্দ্র বন্ধ আজ দীর্ঘ সময় ধরে কতদিন আর এভাবে থাকবো বন্দী ঘরে। হে প্রভু ; নাও তুলিয়ে অভিশাপের এই করোনা, এই প্রার্থনা করি সবাই! করো ক্ষমা,করো দয়া নাও ওঠিয়ে করোনা- বাঁচাও তোমার বান্ধা।
গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.