কলেজে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ ব্যবহার না করতে নির্দেশনা

 


কলেজে ‘বিশ্ববিদ্যালয়শব্দ ব্যবহার না করতে নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের কলেজগুলোর নামের সঙ্গেবিশ্ববিদ্যালয়শব্দটি ব্যবহার না করতে আবারও নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে একাধিকবার এমন নির্দেশনা দিলেও তাতে কর্ণপাত করেনি বহু কলেজ

 

তারা এখনওবিশ্ববিদ্যালয় কলেজকিংবাকলেজ বিশ্ববিদ্যালয়ইত্যাদি নাম ব্যবহার করছে ফলে অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোর নামের সঙ্গেবিশ্ববিদ্যালয় কলেজশব্দের ব্যবহার থেকে বিরত থাকতে আবারও নির্দেশনা দিয়েছে প্রতিষ্ঠানটি

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জারি করা নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায়বিশ্ববিদ্যালয় কলেজনাম ব্যবহার করছে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত প্রবিধান পরিপন্থী

 

এমন পরিস্থিতিতে নির্দেশনায় সংশ্লিষ্ট কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোকে উল্লেখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়

 

 

নির্দেশনায় আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, প্যাডসহ অন্যান্য প্রকাশনা থেকেবিশ্ববিদ্যালয় কলেজশব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষার ডিন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন, কারিকুলাম উন্নয়ন মূল্যায়ন কেন্দ্রের ডিন রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে

 

সেশনজট মুক্ত করতে সরকারি-বেসরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের করে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীন প্রায় দুই হাজার ৬০০টি কলেজ রয়েছে এর মধ্যে সরকারি কলেজ ২৭৯টি এসব কলেজে স্নাতক (সম্মান) স্নাতকোত্তর শিক্ষাকার্যক্রম চালুর পরই কলেজের নামের সঙ্গেবিশ্ববিদ্যালয়শব্দটি ব্যবহার করা হচ্ছে এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে

 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.