মুরাদনগরে গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন, দগ্ধ দুই

  

 মমিন মোল্লা//


কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডে গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায় এবং চালক ও এক যাত্রী অগ্নিদগ্ধ হয়।



 

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দেবিদ্বার গ্যাস অফিসের লোকজন এসে লাইন বন্ধ করে দেয়।



 

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে।  

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার কোম্পানীগঞ্জ এলাকা যানজটমুক্ত রাখতে মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই রাব্বি বাসস্ট্যান্ড পরিদর্শনে আসেন।



তারা চলে যাওয়ার পর সওজের লোকজন ভেকু দিয়ে রাস্তার পশ্চিম পাশ পরিষ্কার করতে থাকেন। পরিষ্কার করার সময় একটি মরা বট গাছের গোড়া ভেকু দিয়ে উঠাতে গেলে নিচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়।

এমন সময় দেবিদ্বার থেকে আসা একটি অটোরিকশা যাত্রী নামাতে গেলে ওই মুহূর্তে আগুন ধরে যায়। এসময় গাড়িতে থাকা কোম্পানীগঞ্জ তিশা গোল্ডেনের স্বত্ত্বাধিকারী আবুল খায়ের ও চালকের শরীর পুড়ে যায়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা হাসপাতালে পাঠায়। সেখানে হাজী আবুল খায়েরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যান স্বজনরা।


মুরাদনগর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রব বলেন, আমাদের দুই ইউনিট ও কুমিল্লার এক ইউনিটসহ মোট তিন ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছি। ঘটনাস্থল থেকে শুনেছি, ভেকু দিয়ে কাজ করতে গিয়ে গ্যাস লাইন ফেটে গিয়েছিল।  


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কুমিল্লা উপসহকারী পরিচালক শারফুল আহসান ভূঁইয়া জানান, আমরা জানতে পেরেছি ভেকু দিয়ে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। এ অবস্থায় একটি অটোরিকশা এসে দাঁড়ালে তাতে আগুন ধরে যায়। আগুনের সূত্রপাত সিগারেটের আগুন থেকে হতে পারে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.