২০২২ সালের এইচএসসি পরীক্ষর্থীদের সিলেবাস -৩ য় পর্ব ( অধিকার,
কর্তব্য ও মানবাধিকার )
২০২২ সালের এইচএসসি পরীক্ষর্থীদের সিলেবাস - ২য় পর্ব ( অধিকার,
কর্তব্য ও মানবাধিকার )
অধিকার, কর্তব্য ও মানবাধিকার /১ম পত্র,পঞ্চম অধ্যায়
১ . নাগরিক অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে । ২ . নাগরিক অধিকারের শ্রেণিবিভাগ বর্ণনা করতে পারবে । ৩ , বিশ্বায়নের প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা
করতে পারবে । ৪ . তথ্য অধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে । ৫ . নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের প্রভাব
মূল্যায়ণ করতে পারবে । ৬ . কর্তব্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে । ৭ . অধিকারের সাথে কর্তব্যের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে । ৮ . নাগরিক দায়িত্ব ও কর্তব্য পালনের আগ্রহী হবে । ৯ . মানবাধিকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে । ১০ , মানবাধিকার প্রতিষ্ঠায় সুশাসনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে । ১১ . মানবাধিকার রক্ষায় উদ্বুদ্ধ হবে ।
শেয়ার করুন