অবৈধভাবে ইটালি থেকে ট্রেনের ছাদে চেপে ফ্রান্স সীমান্তে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি তরুণ ।গত ২৯শে আগস্ট ইতালী থেকে ফ্রান্স যাওয়ার পথে ট্রেনের বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দূর্ঘটনায় মৃত্যু বরন করেন ঐ প্রবাসী বাংলাদেশি।ইতালির পুলিশ ও ইতালি বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে মৃত ঐ প্রবাসী বাংলাদেশির নাম সুজন তালুকদার , পিতার নাম : নুর মিয়া তালুকদার । তার দেশের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নোয়াপাথরিয়া গ্রামে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , গত রোববার (২৯শে আগস্ট) ইটালির পেলিয়া অঞ্চলের কাছে ভেন্তিমিগ্লিয়াতে ট্রেনে করে ইতালি পাড়ি দিতে বেশ কয়েকজন বাংলাদেশী অবৈধভাবে ট্রেনে উঠে ফ্রান্সে যাওয়ার চেষ্টা করেন । কিন্তু ফ্রান্স সীমান্তে আসার পর ফ্রান্সের নিরাপত্তা রক্ষীরা তাদেরকে আটক করে ইতালিতে ফিরত পাঠায় । এভাবে বাংলাদেশী ঐ প্রবাসীগণ তিনবার ভিন্ন ভিন্ন ট্রেনে করে অবৈধভাবে ফ্রান্সে প্রবেশের জন্য চেষ্টা করেন । কিন্তু দুর্ভাগ্যবশত তিনবারই তাদের চেষ্টা ব্যর্থ হয় এবং ফ্রান্স পুলিশ তাদেরকে আটক করে ইতালি ফিরত পাঠায় ।
সর্বশেষ অন্যরা যখন ফিরে যায় তখন সুজন তালুকদার সীমান্তের কাছে শেষ ইটালিয়ান স্টেশন থেকে যখন ট্রেনটি ছাড়ে, সেই সময় ছাদে লাফ দিয়ে ওঠেন । সুড়ঙ্গের ভেতর দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখন বিদুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে । ট্রেনের চালক প্রাণপণ চেষ্টা করেন ব্রেক কষে তার প্রাণ বাঁচাতে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
এদিকে ইতালি প্রশাসনের কাছ থেকে তার মৃতদেহ নিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছেন ইতালির বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ।
আগামী শুক্রবার মরহুমের রুহের মাগফিরাত কামনায় মসজিদ-এ-উম্মাহ Via Capua-4 তে বাদ জুম্মাহ ( ১.৩০ মিনিট ) বিশেষ দোয়ার ব্যবস্থা করা হবে। এতে সকলের উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা হয়েছে