এ
বছর হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণের কারণে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট
(জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে
জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন
উপলক্ষে আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে
সাংবাদিকদের একথা বলেন তিনি।
করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে
দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল
সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নিয়ে
কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এবার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন
শিক্ষামন্ত্রী।