পড়া মনে রাখার কোনো কৌশল আছে কি?

'' সবাই বলে বেশি করে পড়ালেখা করবে ,মনোযোগ দিয়ে পড়বে ইত্যাদি " । আসলে কেউ কি আপনাকে বলেছে পড়ালেখা কিভাবে করতে হয় ??? আমি নিজেই জানতে পারি কয়দিন আগে , আমরা যেভাবে পড়ালেখা করি তার কোনটাই সঠিক উপায় না। আচ্ছা এর আগে আমি কয়েকটি জনপ্রিয় পড়ালেখার কৌশল নিয়ে বলি আগে ১। রি রিডিং বা বার বার পড়া - আমরা বার বার পড়ি ,এক্সামের আগ পর্যন্ত বার বার রিভিশন দেয় । এক্ষেত্রে যাদের খুব ভালো মেমরি তারা হয়তো পার পেয়ে যায় ।কিন্ত আমার মতো হইলে ধরা খাই :( ২। হাইলাইটিং - সুন্দর সুন্দর হাইলাইটিং কালার দিয়ে আমরা বই নোট সব দাগায় ফেলি পরীক্ষার আগে , কিন্ত এক্সাম হলে গেলে কিছু মনে থাকে কিছু মাথা থেকে গায়েব। ৩। সংক্ষিপ্তকরণ বা সামারাজিং - বড় কোন লেখাকে ছোট করে নিয়ে মনে রাখা । এখন আসি এইগুলা কোনটায় কেন সবচেয়ে ভালো কাজের কৌশল নয় । তাহলে সবচেয়ে ভালো পড়ালেখা শিখার কৌশল কোনটি ??? সবচেয়ে ভালো পড়া মনে রাখার কৌশল হচ্ছে এক্টিভ রিকল (Active Recall) এক্টিভ রিকল এর মানে হল নিজে থেকে মনে করা । আমরা যা পড়ছি তা মনে করার চেষ্টা করা অথবা না দেখেই নিজে নিজে পরীক্ষা নেওয়া । আমরা যারা পড়ালেখা করি , পড়ালেখার উদ্দেশ্য কি ??? কিভাবে কতবার পড়েছি তা দিয়ে কিছু আসে যাবে না । পরীক্ষার হলে আমরা কত টুকু সঠিক ভাবে লিখছি সেইটাই আসল। সুন্দর সুন্দর নোট যদি ঠিক ভাবে পরীক্ষার খাতায় নাই লিখে আসতে পারি তাহলে নোটের মূল্যই বা কি ??? এখন এইটা আমাদের দোষ না ,আসলে আমাদেরকে কেউ বলেই নাই কিভাবে পড়বা ??? ছোট কালে আম্মা যেমন , ছড়া মুখস্ত বলতে বলতো ,বা বলতো যা ১৩ এর নামতা খাতায় না দেখে লিখে আন , নরমালি বলতে গেলে অইটায় একটিভ রিকল । একটিভ রিকল আমাদের গতানুগতিক পড়ালেখা থেকে আলাদা কেন ১। এটিতে আমাদের আসলে অনেক ব্রেন পাওয়ার খরচ হয় । কারন আমরা তো শুধু চোখ বুলাচ্ছি না ব্রেন থেকে ইনফরমেশন বের করে আনছি । এর ফলে আমরা আসলেই কত টুকু পারি সেইটা বুঝা যাবে । ২। একটিভ রিকল সায়েন্টিফিকালি প্রমাণিত এইটাই সবচেয়ে কার্যকারি উপায় ।আমি বললেই তো আপনি বিশ্বাস করবেন না ,একটিভ রিকলের উপর একটা গবেষণা করা হয় চারটি গ্রুপের ১ম গ্রুপ একবার পড়ে ২ য় গ্রুপ কয়েকবার পড়ে ৩য় গ্রুপ কন্সেপ্ট বুঝার জন্যে কন্সেপ্ট নোট করে ম্যাপ পড়ে ৪র্থ গ্রুপ এক্টিভ রিকল করে সবাই ভাবে একটিভ রিকল যারা করে তারা সবচেয়ে কম নাম্বার পাবে । কিন্তু রেজাল্ট দেখা গেলো ,১ম গ্রুপ সবচেয়ে কম নাম্বার পেলো ,তাই একবার পড়ে এক্সাম দিলে লাভ নাই । সবচেয়ে ভালো নাম্বার ৪র্থ গ্রুপ পেয়েছিলো । এখন একটিভ রিকল কিভাবে করবো ? ১। কোশ্চেন এন্সার - একটা পেইজে পেন্সিল দিয়ে এন্সার করার ট্রাই করা ,এন্সার শেষে মিলাইয়ে দেখা আসলে কত টুকু হলো । ২।ফ্ল্যাশ কার্ড - অব্জেটিভ এর জন্যে পারফেক্ট এইটা ৩। যা মনে আছে তাই খাতায় লিখা । ৪। কাউকে বুঝানোর ট্রাই করা । গ্রুপ স্টাডিতে কাজে লাগে ।আমরা বলি স্যার বুঝাইলে বুঝি না ফ্রেন্ড বুঝাইলে ক্লিয়ার , অই রকম। কি কি করব না একটিভ রিকলে - ১। নিজে থেকে না মনে করে ,দেখে দেখে আবার পড়া।তারপর এমন ভাবা এখন ত আমি পারিই ২। বিরক্ত হয়ে একটিভ রিকল বন্ধ করে দেওয়া । ৩।বেশি পারফেক্ট করতে যাওয়া , একটিভ রিকলের ভুল গুলো শুধরানো হবে। কেন ভুল করছ না ভেবে কিভাবে ভুল ঠিক করবে সেইটা চিন্তা করা ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.