সাবুদানা খাওয়ার উপকারিতা ঃ খাদ্য ও পুষ্টি / By Mr. Biswas

 

সাবুদানা খাওয়ার উপকারিতা

খাদ্য পুষ্টি / By Mr. Biswas

শৈশব থেকে আজ পর্যন্ত একবার হলেও সাবুদানা বা সাগুর কথা শুনেছেন নিশ্চই কিন্তু সাবুদানা খাওয়ার উপকারিতা বা এর উৎস সম্বন্ধে আপনি কি অবগত আছেন ? না জানা থাকলে আজ জেনে নিন

 

অনেকেরই ধারণা যে সাবুদানা একধরণের ফল যা গাছে ধরে, আপনার ধারণাও কি সেটাই ? আসলে এটি কোনো ফলই নয় পাম জাতীয় গাছের মূল (ট্যাপিওকা) থেকে সাদা দুধের মতো একপ্রকারের রস নিষ্কাশন করে সেটা প্রথমে শুকিয়ে নেওয়া হয় ময়দার মতো পাউডার পরিণত করা হয় তারপর সেটাকে যান্ত্রিক পদ্ধতি দ্বারা ছোট ছোট দানায় পরিণত করা হয়, যেটাকে আমরা সাবুদানা বা সাগু বলি

 

 

 

সাবুদানা সাধারণত সরল শর্করা জাতীয় খাদ্য এতে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেট থাকে, এছাড়াও প্রোটিন, ফাইবার, ভিটামিন খনিজ লবণও সামান্য পরিমানে থাকে এটি সরল শর্করা জাতীয় খাদ্য হওয়ার জন্যে, এটি খাওয়ার পরে শরীরে তৎক্ষণাৎ শক্তি পাওয়া যায় এই কারণে অনেকে ব্যায়াম করার আগে বা পরে সাবুদানা খেতে পছন্দ করেন

 

 

 

ছোট বাচ্চা বা রোগীদেরও একটি পুষ্টিকর খাদ্য হিসাবে সাবুদানা খাওয়ানো হয়, যাতে শরীরে খুব তাড়াতাড়ি শক্তি পাওয়া যায় অনেকে তো আবার শরীরের ওজন কমানোর জন্যেও সাবুদানা খেয়ে থাকেন কিন্তু সাবুদানা যেহেতু একটি সরল শর্করা জাতীয় খাদ্য তাই ওজন কমানোর জন্যে এটি না খাওয়াই ভালো বরং ওজন বাড়ানোর জন্যে খেলে ভালো ফল পাওয়া যায়

 

 

 

তথ্য তালিকা:      

সাবুদানার পুষ্টি উপাদান:

সাবুদানা খাওয়ার উপকারিতা:

হজমশক্তি বাড়ায়:

অ্যান্টিঅক্সিডেন্ট:

তৎক্ষণাৎ শক্তি প্রদান করে:

ওজন বৃদ্ধি:

হাড় মজবুত রাখে:

রক্তচাপ কমায়:

চুলের স্বাস্থ্য:

কিভাবে খাবেন:

FAQ ।। প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নাবলী

সাবুদানার পুষ্টি উপাদান:

U.S.D.A (United States Department Of Agriculture) অনুসারে ১০০গ্রাম সাবুদানাতে উপস্থিত পুষ্টি উপাদান

 

শক্তি:      358 kcal

জল:        11 g

শর্করা:    88.7 g

প্রোটিন:  0.19 g

ফ্যাট:      0.02 g

তন্তু বা ফাইবার:  0.9 g

ক্যালসিয়াম ( Ca ):              20 mg

আয়রন ( Fe ):      1.58 mg

ম্যাগনেসিয়াম (Mg):           1 mg

ফসফরাস ( P ):    7 mg

পটাসিয়াম ( K ):   11 mg

সোডিয়াম ( Na ):                1 mg

ভিটামিন B1:        0.004 mg

ভিটামিন B5:        0.135 mg

ভিটামিন B6:        0.008 mg

 

 

 

 

সাবুদানা খাওয়ার উপকারিতা:

চলুন এখন তাহলে জেনে নেওয়া যাক সাবুদানা খাওয়ার কিছু উপকারী গুণাবলী

 

হজমশক্তি বাড়ায়:সাবুদানা খাওয়ার উপকারিতা

সাবুদানা খেলে হজমশক্তি বৃদ্ধি পায় কারণ সাবুদানাতে রয়েছে যথেষ্ট পরিমানে জলে দ্রবণীয় তন্তু বা আঁশ সাবুদানাতে তন্তু থাকার জন্যে এটি আমাদের পৌষ্টিক নালীকে পরিষ্কার রাখে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য পাইলসের মতো সমস্যা গুলোকে দূরে রাখে

 

 

 

অ্যান্টিঅক্সিডেন্ট:

সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমানে ট্যানিন ফ্লেভানয়েড নামে দুটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিক্যালগুকে নষ্ট করে দেহের বাইরে বের করে দেয়   এই ফ্রি রেডিক্যাল গুলি আমাদের শরীরের কোষ গুলোকে নষ্ট করে ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা বাড়ায়   সাবুতে থাকা এই অ্যান্টি অক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যাল গুলো নষ্ট করে আমাদের ক্যান্সারের মতো মারণব্যাধি থেকে রক্ষা করে

 

 

 

তৎক্ষণাৎ শক্তি প্রদান করে:

সাবুদানা সরল শর্করাতে  পরিপূর্ণ তাই খাওয়ার পরে খুব তাড়াতাড়ি হজম হয়ে গ্লুকোজে পরিণত হয় শরীরের কোষে কোষে গিয়ে তৎক্ষণাৎ শক্তি প্রদান করে এইকারণে অসুস্থ্য রোগীদের দুর্বলতা কাটিয়ে তোলার জন্যে তৎক্ষণাৎ শক্তি জোগানোর জন্যে অনেকসময় সাবু খাওয়ানো হয়

 

 

 

ওজন বৃদ্ধি:

সাবুদানাতে প্রচুর পরিমানে কার্বোহাইড্রেট থাকে, আর এতে ক্যালোরিও খুব বেশি পরিমানে থাকে   তাই ওজন বাড়ানোর জন্যে এটি একটি উত্তম খাবার হিসাবে বিবেচিত হতে পারে অতএব আপনি ওজন বাড়াতে ইচ্ছুক হলে নিয়মিত সাবুদানা খেতে পারেন

 

 

 

হাড় মজবুত রাখে:

সাবুদানাতে যথেষ্ট পরিমানে ক্যালসিয়াম পাওয়া যায় তাই বাচ্চা বা বয়স্কদের নিয়মিত সাবুদানা খাওয়ালে যেমন হাড় মজবুত হয় তেমনি হাড়ের ঘনত্বও বাড়ে এইকারণে সাবুদানা খেলে অস্টিওপোরোসিসের মতো  হাড়জনিত সমস্যা হওয়ার সম্ভাবনাও কমে যায়

 

 

 

রক্তচাপ কমায়:সাবুদানা খাওয়ার উপকারিতা

শরীরের উচ্চ রক্তচাপ কমাতে পটাসিয়াম একটি কার্যকরী ভূমিকা পালন করে সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমানে পটাসিয়াম, তাই নিয়মিত সাবুদানা খেলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে যায়

 

২০০৫ সালের একটি সমীক্ষায় প্রমাণিত যে, যথেষ্ট পরিমানে পটাসিয়াম গ্রহণ করলে শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা কমে যায় সমীক্ষাটির লিংক নিচে দেওয়া হলো

 

লিংক : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের সমীক্ষা

 

 

 

চুলের স্বাস্থ্য:

সাবুদানা স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে সহায়তা করে সাবুতে থাকা বিশেষ প্রোটিন অকালে চুল ঝরে পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকির হাত থেকে রক্ষা করে, এমনকি চুলের বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে

 

 

 

কিভাবে খাবেন:

শুধু সাবুদানা খেলে আপনি সম্পূর্ণ উপকারী গুন্ নাও পেতে পারেন, সম্পূর্ণ উপকারী গুন্ পেতে চাইলে আপনাকে অন্যান্য সবজির সাথে মিশিয়ে খেতে হবে আপনি এটি দুধের সাথে মিশিয়ে খেতে পারেন বা এর খিচুড়ি বানিয়ে খেতে পারেন এখন তো অনেকে সাবুদানার বড়া বা খির বানিয়েও খায়


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.