হোমনায় "গীতা" স্কুলের উদ্বোধন করেন এএসপি স্পিনা রানী প্রামানিক
মো. আবুল বাশার সরকার
কুমিল্লার হোমনায় "গীতা" স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিস্টান ঐক্য পরিষদ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার, চান্দেরচর ইউনিয়নের বাকসিতারামপুর গ্রামের দাস পাড়ায় "গীতা" স্কুলের উদ্বোধন করেন, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামানিক।
এ সময় হোমনা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন চন্দন লাল রায়, অধ্যক্ষ সৌরভ কর্মকার, বাংলাদেশ হিন্দু বৌদ্দ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিষ্ণু লাল পোদ্দার, সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী ও কোষাধ্যক্ষ অভয় রাম দাস সুমন প্রমুখ উপস্থিত ছিলেন । ৩ জন শিক্ষক ও ১৩০ জন শিক্ষার্থী নিয়ে স্কুলের কার্যক্রম শুরু হয়।হোমনায় "গীতা" স্কুলের উদ্বোধন করেন এএসপি স্পিনা রানী প্রামানিক
