ফলের বিচি খাওয়া কি নিরাপদ?
By নিজস্ব প্রতিবেদক
December 24, 2015 at 12:59 AM
অ্যাপ্রিকটের (কমলা রঙের ফল) শাঁসের সঙ্গে বাদামের মিল আছে আপেলের বিচি অনেকে খান না। তাঁদের ধারণা, এতে ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে। আপেল, নাশপাতি, অ্যাপ্রিকট এবং জামজাতীয় ফলের বিচিতে সামান্য পরিমাণ রাসায়নিক পদার্থ থাকলেও সেগুলো স্বাস্থ্যের ক্ষতি করে না।