নিচিচার কুমিল্লা
জেলা কমিটিকে অভিনন্দন
মুরাদনগর থেকে
মমিন মোল্লা।।নিচিচা বা ” নিরাপদ চিকিৎসা চাই “যুবরাজ খান প্রতিষ্ঠিত একটি জাতীয় সেচ্ছাসেবী
সংগঠন। ২০১৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়্ । ৮ অক্টোবর গঠিত কুমিল্লা জেলা কমিটিকে অভিনন্দন জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন ( দুদক) এর মুরাদনগর
উপজেলা শাখা, আব্দুল গণি ফাইন্ডেশন (মুরাদনগর) , এবং মানব উন্নয়ন সংস্থা ( মাউস) ।
সূত্র
জানায়, সংগঠনগুলো নিজস্ব পেডে লিখিতভাবে এ
অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। পাশাপাশি এ নিচিচা কুমিল্লার সভাপতি কবি আলী আশরাফ
খান ,সাধারণ সম্পাদক প্রফেসর হালিম সৈকত ও সিনিয়র সহ-সভাপতি কলামিস্ট মমিনুল ইসলাম
মোল্লার সুযোগ্য নেতৃত্বে এ সংগঠনের কার্যক্রম আরো বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত
করেন।
বিবৃতিতে আরো
বলা হয়, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করা কিংবা
চিকিৎসার নামে অন্যায় ব্যবসা করা ,ভুল চিকিৎসা করা শাস্তিযোগ্য অপরাধ। নিচিচা বর্তমানে
৫৫ টি জেলায় তার কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে। জনসাধারণের নিরাপদ চিকিৎসা, বিশুদ্ধ
খাবার এবং সুষম স্বাস্থ্য গড়ে তোলার ব্যাপারে অগ্রণী ভূমকা পালন করছে। দুর্নীতি দমন
কমিশন ( দুদক) এর মুরাদনগর উপজেলা শাখা, আব্দুল গণি ফাউন্ডেশন ,( মুরাদনগর) এবং মানব
উন্নয়ন সংস্থা ( মাউস)নিচিচার কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে।