পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়

 পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়

উদ্দীপক গুলো পড়া এবং প্রশ্নের জবাব তৈরি কর


অধ্যায় ১ : বৃটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ

সৃজনশীল প্রশ্ন ১ : ভারতীয়দের স্বার্থ সংরক্ষণের জন্য ১৮৮৫ সালে সর্বপ্রথম এ উপমহাদেশে একটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। মুসলমানগণও তাদের স্বার্থ এবং দাবি-দাওয়া পূরণের উদ্দেশ্যে আরো একটি রাজনৈতিক দল গঠন করেন। দল দুটি প্রাথমিক পর্যায়ে ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখায়। পরবর্তীতে দল দুটির নেতৃতে ভারত বিভক্ত হয়ে দুটি

স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।


ক. দ্বি-জাতি তত্রের প্রবক্তা কে?

খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝ?

গ. উদ্দীপকে কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? যেকোনো একটি রাজনৈতিক দলের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করো।

ঘ. ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা মূল্যায়ন করো।


সৃজনশীল প্রশ্ন ২ : বিশাল আয়তনে গঠিত অঞ্চলের প্রশাসক ছিলেন জনাব ইসমাঈল। তার একার পক্ষে বিশাল অঞ্চলের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষা করা কঠিন হচ্ছিল। এর ফলে কর্তৃপক্ষ বিশাল অঞ্চল ‘ক’ ও ‘খ’ অঞ্চলে বিভক্ত করেন। এতে ‘ক’ অঞ্চলের জনগণ খুশি হলেও ‘খ” অঞ্চলের জনগণ তীব্র বিরোধিতা করে। ফলে দুই অঞ্চলকে পুনরায় একত্রীকরণ করা হয়।


ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে?

খ. মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?

গ. উদ্দীপকে উল্লেখিত বিভন্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল আছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লেখিত বিভন্তিকরণ *ক’ অঞ্চলের জনজীবনে যে প্রভাব ফেলেছিল তা বিশ্লেষণ করো।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.