তিতাসের জিনিয়াস ক্যাডেট স্কুলে তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়
নিজস্ব প্রতিবেদকঃ
তিতাসের জিনিয়াস ক্যাডেট স্কুলে তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৬ অক্টোবর শনিবার সকালে উপজেলার কড়িকান্দির জিনিয়াস ক্যাডেট স্কুল মিলনায়তনে এই কর্মসূচিতে প্রায় ৫ শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনের সদস্যরা।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) কুমিল্লা জেলা কমিটির সভাপতি মো. আলী আশরাফ খান। প্রধান আলোচক ছিলেন, গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিচিচা কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক।
বিশেষ অতিথি ছিলেন, জিনিয়াস ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সংগঠনের উপদেষ্টা ও নিচিচা কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্সী,
মানবতার ফেরিওয়ালা সংগঠনের পরিচালক
জাহিদুল হাসান কাদের, তিতাস সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী কাজী মিজানুর রহমান, তারুণ্যের আলো সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরীন রোকেয়া, সদস্য মোঃ আল আমিন, মেহেদী হাসান, মোঃ হৃদয়, মোঃ মহিউদ্দিন, মোঃ নাজমুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জাহিদ, মোঃ আবির, নাহিদ খান, পরাগ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলী আশরাফ খান বলেন,' আমাদের তারুণ্যের আলো সংগঠন সমাজ বদলে অঙ্গীকারবদ্ধ। এই তরুণ স্বেচ্ছাসেবীরা যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, একদিন এই ঘুণেধরা সমাজ পাল্টে যাবে'। তিনি আরও বলেন, 'আমার কাছে মনে হয়, একেক জন স্বেচ্ছাসেবী একেকটি দেশ। আমাদের বিশ্বাস, তাদেরকে ঘিরে সহসাই গড়ে উঠবে একটি প্রকৃত সোনার বাংলাদেশ'।
প্রধান আলোচক মাহবুবুল হক বলেন,' তারুণ্যের আলো সংগঠনের ডাকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এই স্বেচ্ছাসেবী রক্তদাতা তরুণদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা যে কোন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবো-ইনশাআল্লাহ'।
মো. আলী আশরাফ খান
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
