হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সমাবেশ অনুষ্ঠিত
মো. আবুল বাশার সরকার
কুমিল্লার হোমনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোমনা থানা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় মুসলীম ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি র্যালি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি র্যালিটি হোমনা থানা প্রাঙ্গণ থেকে বের হয়ে বাজার ও সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে থানা রোডে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি পবিত্র কোরআণ শরীফ অবমাননার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মুসলীম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান অসন্তোষ নিরসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই সমাবেশের আয়োজন করা হয়।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহীম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন লাল রায়, হাজী মাওলানা ওবায়দুল্লাহ, পৌর কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক রাজিব চৌধুরী, হোমনা থানা বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. শামীম সরকার প্রমুখ।
