২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডসমূহ। সকল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ ঘন্টা ৩০ মিনিট নেয়া হবে। ১ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘন্টা ১৫ মিনিট ও নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ১৫ মিনিট দেওয়া হয়েছে
পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা (নােটবুক) এর নম্বর-২৫ (ক্রীড়া, (তত্ত্বীয়), লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত ১ম পত্র ও ২য় পত্র ব্যতীত)। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতা(নােটবুক) এর নম্বর প্রদান করে নম্বরসমূহ ০৩/০১/২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কন্দ্রকে সরবরাহ করবে।
কেন্দ্র ব্যবহারিক খাতা(নােটবুক) এর প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট বাের্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এবং হার্ড কপি সংশ্লিষ্ট বাের্ডের পরীক্ষা শাখায়উচ্চ মাধ্যমিক) জমা দিবে।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা
নির্দেশনায় বলা হয়েছে, বিজ্ঞান ও গার্হস্থ্য বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের CQ এর ২০ নম্বরকে ৫০ নম্বরে ও MCQ এর ১২ নম্বরকে ২৫ নম্বরে, ভূগােল বিষয়ের পরীক্ষার্থীদের CQ এর ২০ নম্বরকে ৫০ নম্বরে ও MCQ এর ১২ নম্বরকে ২৫ নম্বরে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের CO এর ৩০ নম্বরকে ৭০ নম্বরে ও MCQ এর ১৫ নম্বরকে ৩০ নম্বরে রুপাস্তর করে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।
লঘু সংগীত ও উচ্চাঙ্গ সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের রচনামূলকের মােট ২০ নম্বরকে ৫০ নম্বরে, আরবি বিষয়ের পরীক্ষার্থীদের রচনামূলকের মােট ৫০ নম্বরকে ১০০ নম্বরে এবং ক্রীড়া বিষয়ের পরীক্ষার্থীদের রচনামূলকের মােট ২০ নম্বরকে ৪০ নম্বরে রুপান্তর করে ঐ বিষয়ের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।