পছন্দের প্রার্থীকে কৌশলে বিজয়ী করার অভিযোগ
পছন্দের প্রার্থীকে কৌশলে বিজয়ী করার অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে পছন্দের প্রার্থীকে সুকৌশলে বিজয়ী করার অভিযোগ এনে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। গতকাল বুধবার বিকেলে মুরাদনগর প্রেস ক্লাবে ২২ নম্বর টনকি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আনিছুর রহমান এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান তুহিনকে বিজয়ী করতে আমার নিজ কেন্দ্র চৈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক ভোটারের ভোট নেয়নি প্রিসাইডিং কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বেলাল উদ্দিন আহম্মদ।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা বেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করেন। প্রিসাইডিং কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘যে অভিযোগটি করা হয়েছে সেটি সঠিক নয়।’