ঐতিহ্যবাহী সামছুল হক কলেজ

 গ্রাম-হায়দরাবাদ, ডাকঘর-হায়দরাবাদ, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা। ১) শিক্ষা প্রতিষ্ঠানের নাম : সামছুল হক কলেজ

২) সংক্ষিপ্ত বর্ণনা : গ্রাম-হায়দরাবাদ, ডাকঘর-হায়দরাবাদ, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
প্রতিষ্ঠান কোডঃ 8125 এমপিও কোডঃ 0805023101, ইআই আই এন কোড : 106064, এফ এইচ এস এস পি কোডঃ ২১৯৮১১১।
৩) প্রতিষ্ঠাকাল : ১৯৯১ খ্রিষ্টাব্দ।
৪) ইতিহাস : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাস্থ সামছুল হক কলেজ উপজেলা সদর থেকে ৩৮ কি.মি. দূরে উপজেলার উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা ও নবীনগর
উপজেলার সংযোগস্থলে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। বলা যায় তিন উপজেলার সংযোগস্থলের নিম্নাঞ্চল ও নদীমাতৃক এলাকার কৃষক, জেলে, দিনমজুরসহ একটি অনগ্রসর এলাকায়।
অত্র এলাকার ৩০ কি.মি. এর মধ্যে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার গরীব পরিবারের সন্তানদের পক্ষে উচ্চ শিক্ষা লাভের কোন সুযোগ ছিল না। এমতাস্থায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর জনাব মোঃ সামছুল হক সাহেব অনগ্রসর অশিক্ষিত এলাকাবাসীদের মধ্যে শিক্ষার আলো বাড়াতে
এলাকাবাসীদের সার্বিক সহযোগিতা নিয়ে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠাণ ১৯৯১ সালে সামছুল হক কলেজ প্রতিষ্ঠা করেন। বলা যায় তিনি ১৩ একর ভ্থমির উপর একই কম্পাউন্ডে পর্যায়ক্রমে কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেন।
ক) সামছুল হক কলেজ : ১৯৯১
খ) হায়দরাবাদ বেগম জাহানারা হক বালিকা উচ্চ বিদ্যালয় : ১৯৯২
গ) হায়দরাবাদ মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা : ১৯৯৬
ঘ) হায়দরাবাদ বেগম জাহানারা হক ডিগ্রি কলেজ : ১৯৯৪
ঙ) হায়দরাবাদ আইডিয়াল কিন্টারগার্টেন।
চ) সায়েমা হক মেমোরিয়াল হাফিজিয়া এতিমখানা।
সামছুল হক কলেজের ভ্থমির পরিমান : ৩ একর ৯ শতক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.