বিভাগ : সংবাদ- প্রকাশের সময় :12 January, 2020 10:30 : AM
মমিন মোল্লা, মুরাদনগর
কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক খায়রুল আলম সাধন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার দুপুরে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে স্মরণকালের বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবীলীগ, তরুণলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়।
কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক খায়রুল আলম সাধন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার দুপুরে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে স্মরণকালের বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবীলীগ, তরুণলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ
সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, শিরিন
সুলতানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম
আহবায়ক রুহুল আমিন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইয়ুম খান, স্বেচ্ছাসেবক
লীগের আহবায়ক রহিম পারভেজ, যুবলীগ নেতা আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা ছাত্রলীগের
আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, আক্তার হোসেন মেম্বার ও নিহতের একমাত্র ছেলে ওয়ালী
আহম্মদ সুমন্ত প্রমুখ। প্রতিবাদ সমাবেশ শেষে খায়রুল আলম সাধনের রূহের মাগফেরাত
কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ নজরুল ইসলাম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে খায়রুল আলম সাধনের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে দুই লাখ টাকা সাথে নিয়ে তিনি মুরাদনগরের উদ্দেশ্যে রওয়ানা করেছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে খায়রুল আলম সাধনের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে ঢাকার বনশ্রী এলাকার বাসা থেকে দুই লাখ টাকা সাথে নিয়ে তিনি মুরাদনগরের উদ্দেশ্যে রওয়ানা করেছিল।
