ওহির আলোকে-কিয়ামতের আলামত
আল্লাহ
তাআলা বলেন,“ কিয়ামত নিকটবর্তী
হয়ে গেছে এবং চন্দ্র
দ্বিখন্ডিত হয়েছে। ”( সুরা
কামার ১ )
নবি (সাঃ) এ ব্যাপারে
বলেন, আমি
এবং কিয়ামত একসাথে প্রেরিত
হয়েছে। এ
কথা বলে নবি সাঃ
হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা
আঙ্গুল একত্রিত করে দেখালেন ।
নবি
(সাঃ)
বলেন , প্রথম
যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজত
রাখা হয়েছে । আখেরি
যামানায় এই ঊম্মতকে বিভিন্ন
ধরণের ফিতনায় ও বিপদে
ফেলে পরীক্ষা করা হবে ( কিতাবুল
ফিতান মুসলিম শরীফ)।
নবী (সাঃ) এর শেষ
বয়সের দিকে মুসায়লামা কাযযাব
নবুয়াতের দাবী করেছিল ।
তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আবু বকর
রাঃ এর খেলাফত কালে
সাহাবীগণ এ ফিতনার অবসান
ঘটান।
মমিনুল
ইসলাম মোল্লা
